দিল্লি, ১১ মে— প্রায় দু’মাস জেল হেফাজতে কাটানোর পর জামিনে মুক্তি পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ লোকসভা ভোটের প্রচার পর্বের মাঝে বিজেপির তরফে প্রধানমন্ত্রী কে থাকবেন, তা নিয়ে প্রশ্ন তুলে জাতীয় রাজনীতিতে ঝড় তুলেছেন অরবিন্দ কেজরিওয়াল৷ আপ প্রধান বলেন, ‘ওঁরা ইন্ডিয়া জোটকে জিজ্ঞাসা করে যে কে হবেন আপনাদের প্রধানমন্ত্রী৷ আমি বিজেপিকে জিজ্ঞাসা করি যে কে হবেন আপনাদের প্রধানমন্ত্রী? একই সঙ্গে মোদির পর বিজেপি কাকে প্রধানমন্ত্রী করবে, সেটাও বলে দিয়েছেন কেজরিওয়াল৷ তাঁর দাবি, ‘‘এর পর অমিত শাহকে প্রধানমন্ত্রী করা হবে৷
কেজরির পাল্টা জবাব দেন অমিত শাহ৷ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘৭৫ বছর বয়সেই অবসর নিতে হবে, এমন কোনও কথা বিজেপির সংবিধানে লেখা নেই৷ ক্ষমতায় ফিরলে মোদি নিজের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন৷ আগামী দিনেও দেশকে নেতৃত্ব দেবেন৷ বিজেপির অন্দরে এ নিয়ে কোনও সংশয় নেই৷ ‘ স্বরাষ্ট্রমন্ত্রীর এই সাফাইয়ের পর ফের পালটা প্রশ্ন উঠছে, তাহলে কি কুর্সি ধরে রাখতে নিজের তৈরি নিয়ম নিজেই খণ্ডন করবেন মোদি?
বিরোধীদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে ? এই প্রশ্ন গত কয়েকমাসে বিজেপির তাবড় নেতাদের মুখে শোনা গেছে৷ এবার পালটা বিজেপির উদ্দেশ্যে একই প্রশ্ন ছুঁডে় দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী৷ শনিবার তিনি প্রশ্ন করেন, ‘‘বিজেপির কাছে জানতে চাই, আপনাদের প্রধানমন্ত্রী কে হবেন ?’’ শনিবার দুপুর ১টা নাগাদ তিনি প্রথমবার জনসমক্ষে ভাষণ দেন৷ সেখানেই তিনি বিজেপির উদ্দেশ্যে এই প্রশ্ন ছুঁডে় দেন৷ কেন তিনি এই প্রশ্ন করছেন, সেই ব্যাখ্যাও দেন৷
কেজরিওয়াল বলেন, নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর নিয়ম করেছিলেন যে বিজেপিতে ৭৫ বছর হয়ে গেলে নেতাদের অবসর নিতে হবে৷ সেই কারণে, প্রথমে লালকৃষ্ণ আদবানী, পরে মুরলি মনোহর যোশী, সুমিত্রা মহাজনকে অবসর নিতে বাধ্য করা হয়৷ সেই একই অঙ্কে কেজরিওয়ালের ব্যাখ্যা, আগামী বছর সেপ্টেম্বর মাসে ৭৫ বছর বয়স হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷ নিয়ম অনুযায়ী ৭৫ বছর হয়ে গেলে মোদিকেও অবসর নিতে হবে৷ সেই কারণে ভোটে জিতলে মোদি প্রথমে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রাজনীতি শেষ করবেন বলে অভিযোগ অরবিন্দ কেজরিওয়ালের৷
একধাপ এগিয়ে অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘দেশের মানুষকে সতর্ক করতে চাই, মোদিজি নিজের জন্য ভোট চাইছেন না৷ মোদিজি অমিত শাহকে প্রধানমন্ত্রী করার জন্য ভোট চাইছেন৷ আমি মোদিজি আর অমিত শাহজিকে জিজ্ঞাসা করতে চাই, এই মোদির গ্যারান্টি পূরণ কে করবেন ? অমিত শাহ কি মোদির গ্যারান্টি পুরো করবেন ? তবে আমার মনে হয় না ওদের সরকার গড়বে৷ ’
এবারের লোকসভা নির্বচনে বিজেপির সবচেয়ে বড় ইউএসপিই হল মোদির ভাবমূর্তি৷ কৌশলে সেই ভাবমূর্তিতেই আঘাত করেন কেজরিওয়াল৷ আপ প্রধান দাবি করেছেন, নরেন্দ্র মোদি ‘এক দেশ-এক নেতা’র ধারণা প্রতিষ্ঠা করতে চাইছেন৷ তাঁর বিস্ফোরক দাবি, বিরোধী নেতাদের তো বটেই দলের অন্দরে নিজের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদেরও শেষ দেখে ছাড়বেন মোদি৷