খড়্গপুরে তৃণমূলকে তুলোধোনা করলেন মোদি

অভিষেক রায়, খড়গপুর, ১৯ মে— খড়্গপুরে রাজ্যের তৃণমূল সরকারকে কার্যত তুলোধোনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ লক্ষাধিক মানুষের সমাগমের সামনে দাঁডি়য়ে মোদি প্রথম থেকেই ছিলেন আক্রমণাত্মক৷ তিনি বলেন, তৃণমূলের সমস্ত দুর্গ ধ্বংস করে দিয়েছে বিজেপি৷ তাই ওদের মাথা খারাপ হয়ে গিয়েছে৷ গণতন্ত্রের লড়াইয়ে তৃণমূল হেরে গিয়েছে৷ তাই ওরা গুন্ডাদের সাহায্য নিয়ে জিততে চাইছে৷ কর্মী সমর্থকদের মোদির বার্তা, আপনারা ভয় পাবেন না৷ মেদিনীপুর লড়াইয়ের মাটি৷ সত্য ও শক্তির মশালে ব্রিটিশ সাম্রাজ্য পুডে় খাক হয়ে গিয়েছিল৷ তৃণমূলের তোলাবাজ ও সিন্ডিকেট রাজেরও একই অবস্থা হবে৷ ওরা ভয় পেয়েছে৷ জনগণের শক্তি ওরা মাপতে পারছে না৷ তুষ্টিকরণ করে ভোট ব্যাংককে খুশি করতে চাইছে৷ তৃণমূল হিন্দুদের অপমান করছে৷ বাংলার সাধু সমাজ তারই প্রতিবাদ করেছিলেন৷ তাই মুখ্যমন্ত্রী রেগে গিয়ে সব সীমা অতিক্রম করে এই মন্তব্য করেছেন৷ এটা সাধু সমাজের অপমান৷ তৃণমূলের বিধায়কের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হয়নি৷ শাহজাহানদের বাঁচাতে দিন রাত এক করে দিয়েছে তৃণমূল৷ অথচ যারা রামের নাম নেয় তাদের গালাগালি করছেন৷ রাম মন্দিরের বিরুদ্ধে তিনি কথা বলেছেন৷ ভোট ব্যাংকের সামনে হাঁটু গেডে় বসা এই তৃণমূল সরকার আপনাদের একটা ভোটও পাওয়ার অধিকার হারিয়েছে৷ মোদি বলেন, বাংলায় আইন শৃঙ্খলা নেই, শিল্প নেই, কাজ নেই৷ এখান থেকে মানুষ অন্য রাজ্যে চলে যাচ্ছে কাজের সন্ধানে৷ সেই ফাঁকা জায়গা ভরাট করতে চাইছে অনুপ্রবেশকারীদের দিয়ে৷ বাংলার জনবিন্যাস পরিবর্তন হয়ে যাচ্ছে৷ মোদী বলেন, অনুপ্রবেশ বাংলার কাছে পক্ষে বড় বিপদ৷ এখানে আদিবাসীদের জমি দখল হয়ে যাচ্ছে৷ মেয়েরা সুরক্ষার অভাব বোধ করছেন৷ বাংলার মানুষের জবাব চাওয়ার সময় এসে গিয়েছে৷ তৃণমূল চোখ বন্ধ করে ক্ষমতা ভোগ করছে৷

মোদি জোরের সঙ্গে বলেন, সি এ এ মোদীর গ্যারান্টি৷ মোদি বেঁচে থাকতে সিএএর কেউ কিছু করতে পারবে না৷ ইতিমধ্যেই ৩ শতাধিক শরণার্থীকে নাগরিকত্ব দেওয়া হয়েছে৷ মোদি বলেন, কংগ্রেস ও তৃণমূল একই মুদ্রার এপিঠ আর ওপিঠ৷

মেদিনীপুরের মাটিতে দাঁডি়য়ে দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীকে অকুন্ঠ প্রশংসায় ভরিয়ে দেন প্রধানমন্ত্রী মোদি৷ তিনি বলেন, দিলীপের সঙ্গে আমি কাজ করেছি৷ ও অক্লান্ত পরিশ্রম করতে পারে৷ আর শুভেন্দু তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে বাংলা জুডে় লড়াই করছে৷