• facebook
  • twitter
Sunday, 24 November, 2024

এপ্রিলের প্রথম সপ্তাহেই উত্তরবঙ্গে মুখোমুখি হতে চলেছেন মোদি-মমতা

নিজস্ব প্রতিনিধি – এবার উত্তরবঙ্গের পারদ চড়াতে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় একত্রে৷ উত্তরবঙ্গের ময়দানে মুখোমুখি হতে পারেন মোদি – মমতা৷ ১৯শে এপ্রিল প্রথম দফার ভোট রয়েছে উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুডি় ও আলিপুরদুয়ারে৷ বাংলার এই প্রথম দফার ভোটকে টার্গেট করেই এবার তীর ছঁুড়তে চলেছে পদ্ম ও জোড়াফুল শিবির৷ সব ঠিক থাকলে এপ্রিলের শুরু

নিজস্ব প্রতিনিধি – এবার উত্তরবঙ্গের পারদ চড়াতে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় একত্রে৷ উত্তরবঙ্গের ময়দানে মুখোমুখি হতে পারেন মোদি – মমতা৷ ১৯শে এপ্রিল প্রথম দফার ভোট রয়েছে উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুডি় ও আলিপুরদুয়ারে৷ বাংলার এই প্রথম দফার ভোটকে টার্গেট করেই এবার তীর ছঁুড়তে চলেছে পদ্ম ও জোড়াফুল শিবির৷ সব ঠিক থাকলে এপ্রিলের শুরু থেকেই নির্বাচনী প্রচারে নামবে বঙ্গীয় বিজেপি৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও অমিত শাহ, জেপি নাড্ডা পর পর সভা করবেন রাজ্যে৷ আসবেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও৷

সূত্রের খবর, আগামী ৪ঠা এপ্রিল কোচবিহারের রাসমেলা ময়দানে দুপুর ৩টে থেকে জনসভা করবেন নরেন্দ্র মোদি৷ ওইদিনই মমতা বন্দ্যোপাধ্যায়ও কোচবিহারের মাথাভাঙায় সভা করবেন৷ সবমিলিয়ে উত্তরবঙ্গের ভোটের ময়দান কাঁপতে চলেছে এপ্রিলের প্রথম সপ্তাহেই৷ এক্ষেত্রে উল্লেখ্য, উত্তরবঙ্গে পাঁচটি সভা করার কথা প্রধানমন্ত্রীর৷ আলিপুরদুয়ার ও কোচবিহারে দুটি জনসভা, রায়গঞ্জ, বালুরঘাট ও মালদহ উত্তরেও প্রধানমন্ত্রী জনসভা করবেন৷ বাদ যাবে না দক্ষিণবঙ্গও৷ দক্ষিণবঙ্গে বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বীরভূম, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, কাঁথিতে প্রধানমন্ত্রীর সভা করার কথা৷ দক্ষিণ ২৪ পরগনাতেও একটি সভা করতে পারেন মোদি৷ অমিত শাহ জনসভা করবেন দার্জিলিং, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বোলপুর, বনগাঁ, তমলুক, ঘাটাল, দমদম, বসিরহাট, বারাসত ও কলকাতায়৷ জলপাইগুডি়, বহরমপুর, বারাকপুর, উলুবেডি়য়া, ঝাড়গ্রাম-সহ নানা কেন্দ্রে সভা করবেন জে পি নাড্ডা৷ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহারাও বাংলায় প্রচারে আসবেন৷ পাশাপাশি বাংলার প্রচারে থাকবেন স্মৃতি ইরানি, মুক্তার আব্বাস নকভি, সতপাল মহারাজরা প্রমুখ৷ বাংলায় এসে মোট ১৫টি সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও কমপক্ষে ১২টি সভা করবেন৷ এক কথায়, গোটা বাংলা জুড়ে পদ্মফুল ফোটানোর তোড়জোড় শুরু করতে চলেছে বিজেপি৷

এবার বঙ্গীয় বিজেপির অবস্থান দেখা যাক৷ বিজেপির অন্দরে গোষ্ঠীকোন্দল কোনো নতুন বিষয় নয়, এ নিয়ে তৃণমূলও বারংবার আক্রমণ করেছে গেরুয়া শিবিরকে৷ বাংলার ৪২ টি আসনে প্রার্থী দিতে গিয়ে কার্যত হিমশিম খেয়েছে বিজেপি৷ তাও একাধিক কেন্দ্রে এখনও বিজেপি প্রার্থী অঘোষিত রয়ে গেছে৷

উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি বলে বিজেপি নেতারা দাবি করলেও, একুশের বিধাসভা ভোটের পর সেই ছবি বদলে গিয়েছে৷ জলপাইগুডি়তে খুব একটা ভাল পরিস্থিতিতে নেই বিজেপি৷ সেই পরিস্থিতিকে সামাল দিতে মার্চের শুরুতেই শিলিগুডি়তে একটি সভা করেছেন মোদি৷ আলিপুরদুয়ারে জন বার্লার বদলে মনোজ টিগ্গাকে প্রার্থী করায় বার্লা শিবিরে যথেষ্ট ক্ষোভ রয়েছে৷ অন্যদিকে নিজ কেন্দ্র মেদিনীপুর হাত ছাড়া হয়েছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের৷ তমলুক কেন্দ্রেও বিজেপি প্রার্থী হিসেবে রয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি রাজনৈতিক ময়দানে সবে মাত্র পদার্পন করেছেন৷ ডায়মন্ড হারবারের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে এখনও প্রার্থী দিতে পারেনি বিজেপি৷ সব মিলিয়ে বিজেপির অন্দরে সৃষ্টি হয়েছে এক জট৷ তাই মোদি-শাহ-নাড্ডা কে এনে বাংলায় পদ্ম ফোটাতে চাইছে পদ্ম শিবির৷

প্রসঙ্গত উল্লেখ্য, অসুস্থতা কাটিয়ে রবিবার নদিয়ার কৃষ্ণনগর থেকে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে লোকসভা ভোটের নির্বাচনী প্রচার শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামী ৪ থেকে ৬ এপ্রিল টানা উত্তরবঙ্গের বিভিন্ন লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে থাকবেন মুখ্যমন্ত্রী৷ তারপর আসবেন দক্ষিণবঙ্গে৷ ৭ ও ৮ এপ্রিল দক্ষিণবঙ্গের বাঁকুড়া এবং পুরুলিয়ায় নির্বাচনী সভা করবেন তিনি৷ এরই মাঝে বাংলার মাটিতে পা রাখবেন প্রধানমন্ত্রী এবং তাঁর সেনাবাহিনী৷ একই দিনে ভোটযুদ্ধের ময়দানে মুখোমুখি হবেন তাঁরা৷ প্রধানমন্ত্রী বাংলায় এসে বাংলার মানুষকে কি বার্তা দেন সে দিকেই তাকিয়ে বাংলা৷