‘মােদি দেশের রাজা নন’ ! তর্কে রাজি স্বামী

সুব্রহ্মণ্যম স্বামী (Photo: IANS)

উনি তাে দেশের রাজা নন! মােদিকে বিধে কেন্দ্রীয় নীতি নিয়ে বিতর্ক চাইলেন স্বামী। বরাবরই কেন্দ্রীয় নীতির কট্টর সমালােচক তিনি। হ্যাঁ, বিজেপির সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী কেন্দ্রের অর্থনৈতিক ও বৈদেশিক নীতিকে সমর্থন করেন না।

তিনি শনিবার টুইটারে লিখেছেন, ‘মােদি ভারতের রাজা নন, সরকারি নীতির সমালােচনা করার পূর্ণ অধিকার রয়েছে তাঁর। দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং আফগানিস্তান সংকটে দিল্লির অবস্থান নিয়ে তীব্র ক্ষোভ এই সাংসদের।

চলতি সপ্তাহে এক ব্যক্তি দাবি করেন যে, মন্ত্রিত্ব পাননি বলে স্বামীর এই গোঁসা। ওই ব্যক্তির জবাবে শনিবার টুইটারে পােস্ট করেন যে, মােদি সরকারের অর্থনৈতিক ও বৈদেশিক নীতির বিরােধী আমি।


দায়িত্বজ্ঞান সম্পন্ন যে কারও সাথে তর্কে রাজি। প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্র বলে যে কিছু আছে, তা জানেন না। মােদি ভারতের রাজা নন!’ বরাবরই দলীয় এই সাংসদকে নিয়ে বিপাকে বিজেপি নেতৃত্ব।