প্রবল বর্ষণের জেরে অরুণাচলে জাতীয় সড়কে ধস, ভেসে গেল চীনা সীমান্ত

দিবাং, ২৫ এপ্রিল: গত কয়েকদিনের প্রবল বর্ষণের জেরে বড়সড় ধস নামল অরুণাচলের চীনা সীমান্তে। আজ বৃহস্পতিবার এখানকার চায়না বর্ডার সংলগ্ন জাতীয় সড়কের সঙ্গে সংযুক্ত দিবাং উপত্যকায় এই ধস নামে। ধসের তান্ডবে চীনা সীমান্ত এলাকা ভেসে যায়। সূত্র মারফত জানা গিয়েছে যে, এখানকার জাতীয় সড়ক সংলগ্ন উপত্যকা অঞ্চল ভারতের দিবাং জেলায় হানলি ও আনিনির মাঝের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জাতীয় সড়কই একমাত্র রাস্তা, যেটি চীনা বর্ডারের সঙ্গে সংযুক্ত রয়েছে।

এই ধস প্রসঙ্গে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খাঁদু বলেন যে, এই ঘটনা শোনার পর তিনি খুবই দুঃখপ্রকাশ করেছেন। এক্স হ্যান্ডেলে খান্ডু লিখেছেন, চীন ও ভারতের এই সংযোগস্থল যত দ্রুত সম্ভব পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত এখানকার এই ধস নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, জাতীয় সড়কের একটি বিস্তীর্ণ অংশ ভেসে যাওয়ার ফলে একটি গভীর খাদের সৃষ্টি হয়েছে। গত যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। রাস্তার ধারে গাড়িগুলি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে।