• facebook
  • twitter
Saturday, 20 December, 2025

পশ্চিমবঙ্গে মার্ক্স, লেনিনের মূর্তি ভাঙা হয় না, ত্রিপুরায় হয় : মানস ভূঁইয়া

তৃণমূল নেতা কর্মীদের ওপর হামলা চালানাে হয়েছে এর প্রতিবাদে ত্রিপুরায় ৩৫৬ ধারা জারির দাবিতে তৃণমূল কংগ্রেসের আন্দোলন জারি রাখবে বলে জানালেন।

মানস ভুঁইয়া (ছবি: IANS)

ত্রিপুরায় যেভাবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সহ তৃণমূল নেতা কর্মীদের ওপর হামলা চালানাে হয়েছে এর প্রতিবাদে ত্রিপুরায় ৩৫৬ ধারা জারির দাবিতে তৃণমূল কংগ্রেসের আন্দোলন জারি রাখবে বলে জানালেন রাজ্যের মন্ত্রী ডাক্তার মানস ভুইয়া।

ত্রিপুরার ঘটনার প্রতিবাদে বুধবার মেদিনীপুর শহরের গান্ধী মূর্তির নিচে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে তৃণমূল কংগ্রেস। ওই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বিধায়ক অজিত মাইতি, রাজ্যের মন্ত্রী ডাক্তার মানস ভুইয়া, জেলার তৃণমূল কংগ্রেসের বিধায়করা সহ দলের নেতৃত্বরা।

Advertisement

রাজ্যের মন্ত্রী ডাক্তার মানস ভুইয়া জানান, একটা অসভ্য, বর্বর, পাশবিক সরকার চলছে ত্রিপুরায়। ভারতবর্ষ গণতান্ত্রিক, সার্বভৌমত্ব, বহুদলীয় প্রশাসনিক ব্যবস্থার দেশ। এখানে ব্যক্তিগত মতামত জানানাের, গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার আছে। অথচ ত্রিপুরার বুকে গনত্রন্ত্রের হত্যা হচ্ছে। নরক যন্ত্রনা বয়ে বেড়াতে হচ্ছে বিজেপি বিরােধী মানুষজনকে।

Advertisement

অত্যাচারিত মানুষের পাশে দাঁড়াতে যাওয়া অভিষেক ব্যানার্জি, জয়া দত্ত, দেবাংশু ভট্টাচাৰ্য, কুনাল ব্যানার্জি, সুদীপ রাহার ওপর যেভাবে হামলা চালানাে হয়েছে তা একমাত্র বিজেপি শাসিত রাজ্যেই ঘটে বলে জানি মানস বাবু বলেন, বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, গুজরাত, কর্ণাটক, হিমাচল প্রদেশে কোনাে গণতন্ত্র নেই।

এর প্রমাণ তুলে ধরে তিনি বলেন, এসব রাজ্যে বিচার চাইলে পাওয়া যায় না। গুজরাতে বিভিন্ন ধর্মের মানুষের ওপর অত্যাচার চালানাে হচ্ছে। উত্তরপ্রদেশে পিছিয়ে পড়া সমাজের মহিলাদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হচ্ছে ।

এনকাউন্টারের নামে বিনা বিচারে মানুষকে মারা হচ্ছে। মানসবাবু জানান, পশ্চিমবঙ্গে গণতন্ত্র আছে। তাই এখানে মার্ক্স, লেনিনের মূর্তি ভাঙা হয় না। অত্যাচারিত সিপিএম নেতা, কঙ্কাল কাণ্ডের নায়ক রাজনৈতিক কর্মসূচি করতে পারেন। তাঁরা আক্রান্ত হন না। ত্রিপুরায় এসব হয়।

ত্রিপুরায় অভিষেক ব্যানার্জির ওপর আক্রমণকে তাঁরা যে ভালাে ভাবে নেননি তা জানিয়ে মানসবাবুকে বলতে শােনা যায়, সাবধান করছি বিপ্লব দেবের সরকারকে। আমরা চুপ করে বসে থাকব না। আন্দোলন আরও জোরদার হবে। আরও বেশি করে ত্রিপুরা যাবেন, আগরতলা যানে অভিষেক। বন্দ্যোপাধ্যায় বলে তিনি জানান।

Advertisement