শিবের জায়গায় ভোটে এবার মানুুষ তাণ্ডব নৃত্য দেখাবে

মনোনয়ন জমা দিয়ে দিলীপের মন্তব্য

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান, ২৫ এপ্রিল– আগামী লোকসভা নির্বাচনে নেতা নেত্রীদের নয়, মানুষের তান্ডব নৃত্য দেখা যাবে৷ বিরোধী দলের প্রতি এভাবেই কটাক্ষ করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ৷ সাধারণ মানুষজন তাদের পাশে আছেন বলে দাবি করেন তিনি৷ বুধবার মনোনয়নপত্র জমা দেবার পর বৃহস্পতিবার থেকে ব্যাপক জনসংযোগ যাত্রা শুরু করার আগে সাংবাদিক সম্মেলনে ওই মন্তব্য করেছেন তিনি৷ আর সাংবাদিক সম্মেলনে চাঁচাছোলা ভাষায় মুখ্য বিরোধী দল তৃণমূল কংগ্রেস এর বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন৷ তার সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য নেতা রাহুল সিনহা, শমিক ভট্টাচার্য, রাজু বন্দোপাধ্যায়ের মত নেতারা৷ তারাও তৃণমূল কংগ্রেস এর বিরুদ্ধে কড়া ভাষায় একাধিক মন্তব্য করেন৷

বুধবার বর্ধমানের জোড়ামন্দির এলাকা থেকে দিলীপ ঘোষ তার মনোনয়নপত্র জমা করার জন্য মিছিল বের করেন৷ কয়েক হাজার কর্মী সমর্থকরা ওই মিছিলে যোগ দেন৷ মিছিলে রাহুল সিনহা সহ জেলা সভাপতি অভিজিৎ তা, রাজ্য কমিটির সদস্য প্রবাল রায়, সন্দীপ নন্দী সহ একাধিক নেতারা হাজির ছিলেন৷ মিছিল এসে শেষ হয় বিজয় তোরনের সামনে৷ সেখান থেকে দিলীপ ঘোষ নির্বাচন দপ্তরে গিয়ে মনোনয়নপত্র জমা দেন৷ তার মনোনয়নপত্র জমা নেন জেলা নির্বাচন আধিকারিক রাধিকা আইয়ার৷ এদিন দিলীপ ঘোষের মিছিলে বিভিন্ন গ্রাম থেকে গাডি় ট্রাক্টর করে কর্মী সমর্থকদের আসতে দেখা যায়৷ রাস্তার দু’ধারেও ছিল দিলীপ ঘোষকে দেখার ভিড়৷


দিলীপ ঘোষ জানিয়েছেন বৃহস্পতিবার থেকে জনসংযোগ আরও গভীর হবে৷ সাংবাদিক সম্মেলনে তিনি কার্যত তৃণমূল কংগ্রেস এর বিরুদ্ধে একের পর এক ঝাঁঝালো বক্তব্য রাখেন৷ বলেন সাধারণ মানুষের সর্মথন আছে আমাদের সঙ্গে৷ মিছিলে ও আশপাশের এলাকায় তার প্রমাণ পাওয়া গেছে৷ মানুষই শিবের মতো তান্ডব নৃত্য দেখাবে বলে দাবি দিলীপের৷ স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় বলেন এটা তো ট্রেলার, এরপর পুরো সিনেমা বাকি আছে, দেখতে থাকুন৷ প্রশ্নের জবাবে বলেন এখানে আর কোন ভান্ডার ফান্ডার আর চলবে না৷ ওদের মাথা অবধি দুর্নীতি৷ সব নেতাই কম বেশি দাগি৷ তাই মানুষ জবাব দেবেন৷ অন্যদিকে রাহুল সিনহা বলেন আমাদের মিছিল চলাকালে যে ভাবে রাস্তায় দাঁডি়য়ে মানুষ শুভেচ্ছা জানিয়েছেন তাতেই বোঝা যায় তৃণমূলের কি হাল৷ বলেন, লক্ষ্মীর ভান্ডার মানুষ নেবেন তবে তৃণমূলকে ভান্ডারে ঢুকিয়ে ছাড়বে৷ এদিকে জমজমাট মিছিল দেখে দিলীপ ঘোষ যখন উচ্ছ্বাস প্রকাশ করেছেন তখন সেই মিছিল নিয়েই কটাক্ষ করতে ছাডে়নি তৃণমূল শিবির৷ তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম সাংবাদিকদের বলেন এই ছবি সঠিক নয়৷ কারন এদিন মিছিলে থাকা বেশিরভাগ লোকজন সবই আসানসোল, হাওড়ার এমনকি মেদিনীপুর থেকেও মানুষ এনে সংখ্যা বাড়ানো হয়েছে৷ এমনকি বিজেপির বসে যাওয়া নেতাদের মিছিলে হাঁটতে দেখা গেছে বলে দাবি তৃণমূল শিবিরের৷