• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ভোট প্রচারে আজ ফের উত্তরবঙ্গে সভা মমতার

উত্তরে উত্তাপ বাড়াচ্ছে মমতা-মোদির সভা নিজস্ব প্রতিনিধি— প্রচণ্ড দাবদাহ চলছে রাজ্য জুড়ে৷ যদিও প্রথম দফার লোকসভার নির্বাচনকে ঘিরে উত্তাপ বাড়ছে উত্তরবঙ্গে৷ প্রচার চলছে জোরকদমে৷ ইতিমধ্যে প্রথম পর্যায়ের প্রচার শেষ করে কলকাতায় ফিরে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ শুক্রবার উত্তরবঙ্গে দ্বিতীয় পর্যায়ের নির্বাচনী প্রচার শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৃহস্পতিবার কলকাতা থেকে উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দেন তিনি৷

উত্তরে উত্তাপ বাড়াচ্ছে মমতা-মোদির সভা

নিজস্ব প্রতিনিধি— প্রচণ্ড দাবদাহ চলছে রাজ্য জুড়ে৷ যদিও প্রথম দফার লোকসভার নির্বাচনকে ঘিরে উত্তাপ বাড়ছে উত্তরবঙ্গে৷ প্রচার চলছে জোরকদমে৷ ইতিমধ্যে প্রথম পর্যায়ের প্রচার শেষ করে কলকাতায় ফিরে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ শুক্রবার উত্তরবঙ্গে দ্বিতীয় পর্যায়ের নির্বাচনী প্রচার শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৃহস্পতিবার কলকাতা থেকে উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দেন তিনি৷ উত্তরবঙ্গের চালসা থেকে তিনি সভায় যোগ দেবেন এবং ফের ফিরে আসবেন চালসায়৷ ১৪ এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতায় থাকার কথা৷ নববর্ষে তাঁর কোনও নির্বাচনী কর্মসূচি নেই বলেই জানা যাচ্ছে৷

আজ শুক্রবার কোচবিহার এবং আলিপুরদুয়ারে জোড়া সভা রয়েছে তাঁর৷ প্রথমটি কোচবিহারে দিনহাটার সংহতি ময়দানে৷ দ্বিতীয় সভা হবে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের কালচিনিতে৷ এর আগে ৪ থেকে ৬ এপ্রিল উত্তরবঙ্গে প্রতিদিন দুটি করে মোট পাঁচ জেলায় জনসভা করেছেন তৃণমূল সুপ্রিমো৷ গত ৪ এপ্রিল কোচবিহারে মোদি ও মমতা একইদিনে জনসভা করেছেন৷ এবারও উত্তরবঙ্গে মমতা থাকাকালীন ১৬ এপ্রিল বালুরঘাট এবং রায়গঞ্জে দ্বৈরথের সাক্ষী হতে চলেছে উত্তরবঙ্গ৷ ফলে বাংলা নববর্ষের আবহে হাওয়া গরম হতে চলেছে উত্তরবঙ্গে৷

২০১৯-এর তুলনায় ২১-এর বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে নিজেদের হারানো জমি অনেকটাই ফিরে পেয়েছে এবং বর্তমানে সেই ধারাই বজায় রাখতে লড়াইয়ের ময়দানে নেমেছে জোড়াফুল শিবির৷ ফলে লড়াই চলছে হাড্ডাহাড্ডি৷ পাঁচ বছর আগে উত্তরবঙ্গের আটটি লোকসভা আসনের মধ্যে সাতটিতেই জয়ী হয়েছিল বিজেপি৷ মাত্র একটি আসন পেয়েছিল কংগ্রেস৷ ২০২১-এর বিধানসভা নির্বাচনের পর একের পর এক দলীয় কর্মসূচি এবং বিজেপির বাংলার প্রতি উদাসীনতাকে অস্ত্র করে রীতিমতো ঘুরে দাঁড়িয়েছে তৃণমূল৷ প্রথম দফার নির্বাচনী প্রচারে, মমতা মানুষকে মনে করিয়ে দিয়েছেন কীভাবে বিজেপি মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছিল৷ এছাড়াও উত্তরবঙ্গের বড় ফ্যাক্টর রাজবংশীদের কথা রাখতেও যে ব্যর্থ হয়েছে বিজেপি সেই বিষয়টিকেও হাতিয়ার বানিয়ে সভায় উল্লেখ করেছেন মমতা৷

তাছাড়া নিজের দলের সুনাম করতে গিয়ে রাজবংশীদের জন্য তাঁর সরকারের নেওয়া জনকল্যাণমূলক প্রকল্পগুলির কথাও উল্লেখ করেন তিনি৷ শুক্রবারের সভা থেকে উত্তরবঙ্গে বিজেপি বিরোধিতার সুর আরও চড়াতে চলেছে তৃণমূল৷ প্রসঙ্গত, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির ভোট ১৯ এপ্রিল৷ তারপরের পর্যায়ে ২৬ এপ্রিল ভোট রয়েছে বালুরঘাট, রায়গঞ্জ এবং দার্জিলিং লোকসভা কেন্দ্রে৷ এই সময়ের মধ্যে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও শিলিগুড়িতে আরও সাতটি সভা করবেন মমতা৷ শুক্রবার কোচবিহার ও আলিপুরদুয়ারের পর শনিবার তিনি জলপইগুড়িতে একটি সভা করে ফিরবেন কলকাতায়৷

১৫ এপ্রিল কোচবিহারে রাস ময়দানে সভা করবেন মমতা৷ এর আগে ৪ এপ্রিল ওই মাঠেই সভা করেছেন মোদি৷ ওইদিন মমতার দ্বিতীয় সভা রয়েছে আলিপুরদুয়ারের বীরপাড়ায়৷ ১৬ এপ্রিল তিনি সভা করবেন জলপাইগুড়িতে৷ তারপরে শিলিগুড়িতে এসে যোগ দেবেন মেগা পদযাত্রায়৷ একই দিনে মোদি সভা করবেন রায়গঞ্জ এবং বালুরঘাটে৷ ১৭ তারিখ মমতা যাবেন অসমে৷ সেখান থেকে ফিরে দুই দিনাজপুর, মালদহ এবং মু্শির্দাবাদে প্রচার করবেন তিনি৷