• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ববির অসন্তোষেই কী প্রাক্তন মেয়রে ভরসা মমতার!

নিজস্ব প্রতিনিধি :  হকার উচ্ছেদ নিয়ে শোরগোল পড়েছে তিলোত্তমায় ৷ এই বিষয়ে সম্প্রতি নবান্নে মিটিং ডেকেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলের কাউন্সিলর থেকে নেতা, এমনকি পুলিশের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি৷ মুখ্যমন্ত্রীর কাছে বকুনিও খেতে হয় তাঁদের। এসবের মাঝেই মমতা বলেছিলেন, নাম না করেই ফিরহাদ হাকিম, দেবাশিস কুমারকে উল্লেখ করে বলেন, ‘ওরা পারেননি বলেই

নিজস্ব প্রতিনিধি :  হকার উচ্ছেদ নিয়ে শোরগোল পড়েছে তিলোত্তমায় ৷ এই বিষয়ে সম্প্রতি নবান্নে মিটিং ডেকেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলের কাউন্সিলর থেকে নেতা, এমনকি পুলিশের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি৷ মুখ্যমন্ত্রীর কাছে বকুনিও খেতে হয় তাঁদের।

এসবের মাঝেই মমতা বলেছিলেন, নাম না করেই ফিরহাদ হাকিম, দেবাশিস কুমারকে উল্লেখ করে বলেন, ‘ওরা পারেননি বলেই তো আমাকে এখানে বসতে হচ্ছে”। যার মানে কলকাতায় জবরদখল, বেআইনি পার্কিং বা হকার সমস্যা সমাধানে ব্যর্থ ফিরহাদ হাকিম-দেবাশিস কুমাররা৷ তাই বাধ্য হয়েই ময়দানে নেমেছেন তিনি৷

এসবের মাঝেই জানা গেল, প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ফ্ল্যাটে নিজের দুই দূতকে পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ গোলপার্কের মোড়ে একটি বহুতল আবাসনে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকেন শহরের প্রাক্তন মহানাগরিক। তাঁর সঙ্গে দেখা করেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস ও দলের রাজ্য সংগঠনের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তবে তাঁদের মধ্যে কী কথা হয়েছে, সে বিষয়ে কোনও মন্তব্য করেননি কুণাল৷ তবে দিদির কোন বার্তা পৌঁছতে তাঁরা গোলপার্কের ফ্ল্যাটে গিয়েছিলেন, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা৷