• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

সাংসদদের নিয়ে বৈঠকে বসবেন মমতা

নিজস্ব প্রতিনিধি— লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হয়েছে৷ গতবারের তুলনায় রাজ্যে এবার ভোটে তৃণমূলের আসনসংখ্যা বে‌ে.ড়ছে৷ সেই সঙ্গে বেড়েছে ভোটের হারও৷ অর্থাৎ পারসেন্টেজ আর পারফরমেন্স — দু’য়ের নিরিখেই গতবারের তুলনায় ভালো ফল করেছে তৃণমূল৷ আগামী শনিবার কালীঘাটের বাড়িতে দলীয় সাংসদদের নিয়ে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ দলের ২৯ জন বিজয়ী সাংসদের মধ্যে এমন অনেকই আছেন,

নিজস্ব প্রতিনিধি— লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হয়েছে৷ গতবারের তুলনায় রাজ্যে এবার ভোটে তৃণমূলের আসনসংখ্যা বে‌ে.ড়ছে৷ সেই সঙ্গে বেড়েছে ভোটের হারও৷ অর্থাৎ পারসেন্টেজ আর পারফরমেন্স — দু’য়ের নিরিখেই গতবারের তুলনায় ভালো ফল করেছে তৃণমূল৷ আগামী শনিবার কালীঘাটের বাড়িতে দলীয় সাংসদদের নিয়ে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷

দলের ২৯ জন বিজয়ী সাংসদের মধ্যে এমন অনেকই আছেন, যাঁরা এবারই প্রথম সংসদে যাবেন৷ সূত্রের খবর, তাঁদের সংসদের রীতি-নীতি নিয়ে পাঠদান করবেন নেত্রী৷ এছা.ডা. এদিনের রুদ্ধদ্বার বৈঠকে ‘ইন্ডিয়া’ জোটে তৃণমূল কী ভূমিকা নেবে, তা নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে৷ লোকসভা ভোটে মোদির দলের দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার পরে সন্তোষ প্রকাশ করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ বলেছিলেন, সংসদের ভিতরে ও বাইরে বিজেপিকে চাপে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তৃণমূল৷ এবার আর সংখ্যাগরিষ্ঠতার জোরে সংসদে ইচ্ছেমতো বিল পাশ করা যাবে না৷
সাংসদদের সাংসদদের বহিষ্কার করা যাবে না৷ সেক্ষেত্রে সংসদে তৃণমূল সাংসদরা যাতে তাঁদের পুরনো মেজাজ ধরে রাখতে পারে, সেটাই এখনকার হোমটাস্ক তৃণমূল সাংসদের৷

উল্লেখ্য, এবারের লোকসভা ভোটে ‘ইন্ডিয়া’ জোটে তৃণমূল তৃতীয় বৃহত্তম দল৷ সেই হিসেবে তৃণমূল সাংসদদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে৷ ইন্ডিয়া জোটের বড় শরিক কংগ্রেসকেও প্রথম থেকেই চাপে রাখতে চাইবে তৃণমূল৷ লোকসভা ভোটের ফলপ্রকাশের পরেই সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় সামান্য হলেও ক্ষোভ প্রকাশ পেয়েছিল৷ যে ‘ইন্ডিয়া’জোটের নামকরণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বুধবারের জোট বৈঠকে তিনি নিজেই না উপস্থিত থেকে পাঠিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে৷ এই মুহূর্তে অভিষেক দেশের মধ্যে সর্বাপেক্ষা বেশি ভোট পেয়ে জেতা সাংসদ৷

সব মিলিয়ে এবার তৃণমূল সাংসদদের ঘরে-বাইরে কৌশল অবলম্বন করে চলতে হবে, আগামী শনিবার সেই নিয়েও আলোচনা সারবেন তৃণমবল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷