রায়নায় জানালেন মমতা, ‘নির্যাতিতা কর্মী রাজভবনে যেতে ভয় পাচ্ছেন’

নিজস্ব প্রতিনিধি— শুক্রবার পূর্ব বর্ধমানের রায়নার সভা থেকে নারী নির্যাতন ইসু্যতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সন্দেশখালিতে তিনি কিছু হতেই দেননি’৷ তবে মহিলাদের ওপর অত্যাচারের ইসু্যতে রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে মুখ খুলেছেন তিনি৷ নিশানা করেছেন নরেন্দ্র মোদিকেও৷ রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের অস্থায়ী এক মহিলা কর্মীকে শ্লীলতাহানি করার অভিযোগে এই মুহূর্তে তোলপাড় রাজ্য৷ তৃণমূল বিষয়টি নিয়ে তীব্র নিন্দা জানিয়েছে৷ তবে রাজ্যপালের দাবি, তাঁর বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করা হয়েছে৷ এটা স্রেফ নির্বাচনী কৌশল৷ ভোটের মুখে তাঁকে অপদস্থ করতেই এই অভিযোগ আনা হয়েছে৷ মমতা রায়নার সভা মঞ্চ থেকে রাজ্যপালের বিরুদ্ধে তুলেছেন আরও বড় অভিযোগ৷ তিনি বলেছেন, ”একটা ছোট্ট মেয়ে রাজভবনে চাকরি করত৷ তাঁর সঙ্গে কী ব্যবহার করেছেন রাজ্যপাল? আমার কাছে একটা নয়, হাজারটা ঘটনা এসেছে কিন্ত্ত আমি কোনও দিন কিছু বলিনি৷ কিন্ত্ত কালকে মেয়েটির কান্না হৃদয় বিদারক৷ ”মমতা জানিয়েছেন, পূর্ব মেদিনীপুরের ওই মেয়েটি আর রাজভবনে কাজ করতে যাবেন না বলে বলেছেন৷ তৃণমূল নেত্রী জানান, ”আমি মেয়েটির কান্নার ভিডিও দেখেছি মন দিয়ে৷ ও আর সেখানে কাজ করতে যেতে চাইছে না৷ ভয় পাচ্ছে, আবার যদি এমন কিছু হয়৷ যখন তখন ডেকে খারাপ ব্যবহার করবে, অসম্মান করবে৷” রাজ্যপাল রাজভবনের কর্মী ওই মেয়েটিকে পরপর দু’বার শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই প্রেক্ষিতেই তাঁর বক্তব্য, আগে নিজের দিকটা দেখুন, তারপর সন্দেশখালি নিয়ে বলবেন! তিনি এই প্রসঙ্গে নরেন্দ্র মোদিকে নিশানা করে বলেন, ”সেখানেই তো কাল আপনি থেকে এলেন৷ একটা কথাও তো বললেন না৷ আপনি আবার মা-বোনেদের সম্মান নিয়ে কথা বলেন! আপনার দাঁতের পাটিটাই খুলে পডে় যাওয়া উচিত মিথ্যে কথা বলার জন্য৷” পাশাপাশি সন্দেশখালি নিয়ে মমতার দাবি, সেখানে জমি-ভেডি় নিয়ে সমস্যা ছিল, সেই সমস্যা মিটিয়ে দেওয়া হয়েছে৷ তাঁর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই বিষয় নিয়ে রাজভবনের কর্মীদের উদ্দেশে অডিও বার্তা দিয়েছেন রাজ্যপাল বোস৷ তাঁর দাবি, তাঁকে অপদস্থ করতে রাজনৈতিক কারণে রাজভবনে আরও এক ব্যক্তিকে ঢোকানো হয়েছে৷ অডিও বার্তায় বোস বলছেন, “এটা প্রত্যাশিতই ছিল৷ তবে এভাবে দুর্নীতির বিরুদ্ধে আমার লড়াই থামানো যাবে না৷” রাজভবনের দাবি, রাজ্যপাল যেহেতু রাজ্যের একাধিক দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন তাই পরিকল্পিতভাবে তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে৷ তবে এ ব্যাপারে সংবাদমাধ্যমের কাছে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি রাজ্যপাল৷