আজ কৃষ্ণনগর থেকে প্রচার শুরু মমতার

অঙ্কিতা আচার্য, নদিয়া, ৩০ মার্চ— লোকসভা ভোটের রণদামামা বেজে গিয়েছে৷ চৈত্রের গরম বেডে় চলার সঙ্গেই রাজনৈতিক পারদও পুরোদমে চড়ছে৷ এদিকে, কিছুদিন আগে কপালে আঘাত পেয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ সদ্য তাঁকে কপালে ব্যান্ডেজ নিয়ে দেখা গিয়েছে বিভিন্ন অনুষ্ঠানে৷ এবার তৃণমূলের প্রচারে ঝড় তুলতে এপ্রিল থেকেই রয়েছে মমতার ঠাসা কর্মসূচি৷ তার আগে ৩১ মার্চ, আজ, রবিবার কৃষ্ণনগরে হাইভোল্টেজ সভা রয়েছে মমতার৷ চোট লেগে আহত হওয়ার পর মমতাকে প্রচার সভায় ফের চেনা মেজাজে দেখার অপেক্ষায় দল৷

মার্চের শেষ দিন ৩১ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা করবেন নদিয়ার কৃষ্ণনগরে৷ সেখানে তৃণমূলের প্রার্থী মহুয়া মৈত্রের হয়ে প্রচার সভায় থাকবেন তিনি৷

প্রসঙ্গত, কৃষ্ণনগরে মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিজেপির প্রার্থী সেখানে কৃষ্ণনগর রাজবাডি়র রাজবধূ অমৃতা রায়৷ এদিকে, রাজনীতিতে কার্যত নবাগতা অমৃতা রায়ের বিরুদ্ধে তৃণমূলের হেভিওয়েট মহুয়া মৈত্রের এই লড়াই কতটা হাড্ডাহাড্ডি হয়, সেদিকে তাকিয়ে বাংলা৷ এই প্রেক্ষাপটে আজকের মমতার সভা নদিয়ার রাজনীতিতে বেশ তাৎপর্যপূর্ণ৷ তৃণমূলের কৃষ্ণনগরের প্রার্থী তথা বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্রের প্রচারে মমতা ধুবুলিয়ার মাঠে আজ সভা করবেন৷ ইতিমধ্যে প্রস্তুতি সাড়া৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে প্রস্তুত নেতারা৷


রবিবার তিনি প্রচার শুরু করতে চলেছেন কৃষ্ণনগর থেকে৷ তার পরেই আগামী সপ্তাহে একটানা প্রচার চালাবেন উত্তরবঙ্গে৷ আগামী ৩ এপ্রিল মমতা উত্তরবঙ্গ রওনা হবেন৷ ৪-৮ এপ্রিল সেখানে থেকেই প্রার্থীদের সমর্থনে প্রচারসভা করবেন তিনি৷ ১৯ এপ্রিল প্রথম দফায় লোকসভা নির্বাচন হবে৷ ওই দিনই পশ্চিমবঙ্গের তিন আসন অর্থাৎ, কোচবিহার, জলপাইগুডি় এবং আলিপুরদুয়ার লোকসভায় ভোট৷ তাই মনে করা হচ্ছে, এই সময়ে তিনি প্রচারসভা করতে পারেন এই লোকসভা এলাকাতেই৷ গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের একটি আসনও জিততে পারেনি তৃণমূল৷ তাই এবার উত্তরবঙ্গ থেকে কয়েকটি আসন জিততে চাইছে বাংলার শাসকদল৷ সে জন্য পাঁচ দিনের উত্তরবঙ্গ সফরে এই সব লোকসভা আসনে প্রচারসভার পাশাপাশি মিছিল ও জনসংযোগ করতে পারেন তিনি৷