• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ভোটের হার বৃদ্ধি নিয়ে নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুললেন মমতা

কান্দি, ২ মে: এবার নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল, বুধবার মুর্শিদাবাদে ভোট প্রচারে গিয়ে রাজ্যে ভোটদানের হার ৫.৭৫ শতাংশ বৃদ্ধি নিয়ে সংশয় প্রকাশ করেন মমতা। তৃণমূল নেত্রী এবিষয়ে নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে সংশয় প্রকাশ করেন। প্রশ্ন তুলেছেন দেশে ১৯ লক্ষ ইভিএম মেশিন মিসিং নিয়েও। পাশাপাশি এদিন তিনি বলেন, ‘বিজেপি রাতের বেলায় কাউন্টিং

কান্দি, ২ মে: এবার নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল, বুধবার মুর্শিদাবাদে ভোট প্রচারে গিয়ে রাজ্যে ভোটদানের হার ৫.৭৫ শতাংশ বৃদ্ধি নিয়ে সংশয় প্রকাশ করেন মমতা। তৃণমূল নেত্রী এবিষয়ে নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে সংশয় প্রকাশ করেন। প্রশ্ন তুলেছেন দেশে ১৯ লক্ষ ইভিএম মেশিন মিসিং নিয়েও। পাশাপাশি এদিন তিনি বলেন, ‘বিজেপি রাতের বেলায় কাউন্টিং সেন্টারগুলিতে যাচ্ছে। যেখানে বিজেপি দুর্বল সেখানে কাউন্টিং ঘরের তালা ভেঙে ইভিএম মেশিন বদলে দিচ্ছে। আমাদের রাজ্যে কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে তাঁবেদারি করছে। আমাদের উপর নির্যাতন করছে। আমরা কেন্দ্রীয় বাহিনীকে বলতে চাই, আপনাদের অনেকদিন চাকরি আছে। শুনে রাখুন, বিজেপি ক্ষমতায় আসবে না। এবারে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসতে চলেছে।’

মমতা এদিন বলেন, ভোটদানের হার ৫.৭৫ শতাংশ বাড়ানো হয়েছে। এমনটাই অভিযোগ তৃণমূল নেত্রীর। এর জন্য দেশের সমস্ত রাজনৈতিক দলগুলিকে সর্তক হতে বলেছেন মমতা। তিনি ইভিএম মেশিনগুলিতে কড়া নজরদারি রাখার অনুরোধ জানিয়েছেন। প্রসঙ্গত গতকাল, বুধবার বিকেলে মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের ডাকবাংলায় নির্বাচনী জনসভায় যান তৃণমূল সুপ্রিমো। সেই জনসভায় বক্তব্য রাখার সময় মমতা বলেন, ‘নির্বাচন কমিশনের প্রতি সম্মান রেখেই বলছি। বিশ্বগুরুকে সমর্থন জানানোর জন্য ওনারা স্পিকটি নট হয়ে বসে আছেন। আপনাকে স্যালুট ভয়েস মাস্টার। প্রথম ফেজে একটা হিসেব দিলেন। পরের ফেজে আবার একটা হিসেব দিলেন। আর মঙ্গলবার রাতে আরও একটা হিসেব দিলেন। তাতে ভোটদানের হার বেড়ে গেল ৫.৭৫ শতাংশ। তার মানে অনেক রাজ্যে যে রাজনৈতিক দলগুলি আছে, তারা এর উপর নজর রাখে না। কিন্তু আমরা রাখি। সমস্ত রাজনৈতিক দলগুলিকে আমরা অনুরোধ করছি, দয়া করে একটু খেয়াল রাখুন ইভিএম মেশিনের উপর। আপনাদের গণনাকেন্দ্রগুলিতে নজর রাখুন। কারণ ১৯ লক্ষ ইভিএম মেশিন মিসিং আছে। যে ১৯ লক্ষ ইভিএম মেশিন মিসিং আছে, সেটা আমরা অনেকদিন ধরেই জানি। ওই মেশিন কোথায় গেল, তার আজ পর্যন্ত কোনও জবাব পাইনি। বিজেপি ওই মেশিনগুলি ব্যবহার করছে। ভোটদানের পর বিজেপি আসল মেশিন বদলে দিচ্ছে। আমাদের সন্দেহ দানা বেঁধেছে। তাই আমরা নির্বাচন কমিশনের কাছে এটা জানতে চাই, কোন বিধানসভায় কত ভোট হয়েছে? কোন বুথে কত ভোট হয়েছে? কত শতাংশ ভোট হয়েছে, তার বিস্তারিত তথ্য দিন। কমিশনের হিসেব অনুযায়ী ৫.৭৫ শতাংশ ভোট জাম্প হয়েছে। আমাদের দলের পক্ষ থেকে বিষয়টির উপর চিঠি দিয়ে নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছি। ইভিএমের ‘চিপ’ কে তৈরি করেছে আমরা সেটাও জানতে চাই।’