ভোট দিয়ে ভিকট্রি চিহ্ন দেখালেন মমতা

নিজস্ব প্রতিনিধি— ভোট সপ্তমীতে যে সমস্ত হেভিওয়েট ভোটাদাতাদের নাম রয়েছে তালিকায়, তাঁদের মধ্যে অন্যতম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রতিবারের মতো এবারও দক্ষিণ কলকাতার মিত্র ইনস্টিটি‌িউশনে ভোট দিতে এলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷

দুপুর থেকেই মিত্র ইনস্টিটিউশনের সামনে সংবাদ মাধ্যমের ভিড় জমেছিল৷ কখন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ভোট দিতে আসেন, তার জন্য ছিল অধীর অপেক্ষা৷ ঘড়ির কাঁটায় তখন ৪ টে বেজে ৪৫ মিনিট৷ রোদের তেজ মরে এসেছে৷ হালকা মেঘে মাঝেমধ্যেই ছেয়ে যাচ্ছে আকাশ৷ ৫ টা বাজার কিছুক্ষণ আগে প্রায় শেষ বেলাতেই ভোট দিতে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর মুখেও এসে পড়েছে হালকা মেঘের ছায়া৷ এদিন দুপুরবেলাতেই সেখানে ভোট দিয়ে মিত্র ইনস্টিটিউশনে এসে ভোট দিয়ে গিয়েছেন৷ কথাও বলেছেন সংবাদ মাধ্যমের সঙ্গে৷ মোদি সরকারের বিরুদ্ধে জনগণ রায় দেবেন, একথা নিশ্চিত করেছেন৷ মমতা বন্দ্যোপাধ্যায় এদিন যখন ভোট দিতে এলেন, তাঁর সঙ্গে ছিলেন ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়৷

পরিবারের বাকি আত্মীয়দের কাউকেই এদিন সঙ্গে দেখা যায়নি তৃণমূল নেত্রীর সঙ্গে৷ ভোট দিতে যাওয়ার আগে একজন পরিচিত মহিলাকে দেখে জড়িয়ে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তারপর এগিয়ে গেলেন বুথের মধ্যে৷ খানিক্ষণ পরে ভোট দিয়ে বেরিয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷


তবে অন্যবারের মতো এগিয়ে এসে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে দেখা গেল না মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ তবে মুখে কোনও কথা না বললেও এদিন তিনি বেশ কয়েকবার ভিকট্রি চিহ্ন দেখালেন৷ মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে বহুবার বলে থাকেন, সাইলেন্স ইজ গোল্ডেন৷ এদিন মুখ্যমন্ত্রীর চুপ থাকা লোকসভার ভোটের ফলাফলে সেরকমই ভাগ্যচিহ্নের ইঙ্গিত দিলেন বলে ধরে নেওয়া যায়৷