• facebook
  • twitter
Friday, 22 November, 2024

‘বাংলাকে টাইট দিতেই এত বাহিনী’ কমিশনকে তোপ মমতার

নিজস্ব প্রতিনিধি— দীর্ঘকালীন নির্বাচন ঘোষণা নিয়ে আগেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় থেকে তাঁর দল তৃণমূল কংগ্রেস৷ তবে এই জল্পনার মধ্যেই কেটে গিয়েছে ছ’দফার নির্বাচন৷ এরই মাঝে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা নিয়ে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার কলকাতা উত্তরের প্রার্থী সুদীপ বন্দোপাধ্যায়ের সমর্থনে আয়োজিত বড়বাজারের সভা থেকে বিজেপি তো বটেই পাশাপাশি নির্বাচন কমিশনেরও

নিজস্ব প্রতিনিধি— দীর্ঘকালীন নির্বাচন ঘোষণা নিয়ে আগেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় থেকে তাঁর দল তৃণমূল কংগ্রেস৷ তবে এই জল্পনার মধ্যেই কেটে গিয়েছে ছ’দফার নির্বাচন৷ এরই মাঝে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা নিয়ে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার কলকাতা উত্তরের প্রার্থী সুদীপ বন্দোপাধ্যায়ের সমর্থনে আয়োজিত বড়বাজারের সভা থেকে বিজেপি তো বটেই পাশাপাশি নির্বাচন কমিশনেরও কড়া সমালোচনা করলেন মমতা৷ স্বভাবসিদ্ধ ভঙ্গিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় আক্রমণ শানালেন তিনি৷ মমতার অভিযোগ, মোদী যাতে সময় নিয়ে ঘুরতে পারেন তার জন্যই এত দফায় ভোট করানো হচ্ছে৷ সভামঞ্চ থেকে কমিশনকে নিশানা করে তাঁর আক্রমণ, ”তিন মাস ধরে নির্বাচনের কোনও প্রয়োজন ছিল না৷ মে মাসের মাঝামাঝি ভোট শেষ করে দেওয়া উচিত ছিল৷ কিন্ত্ত শুধু নরেন্দ্র মোদীকে অ্যাডভান্টেজ দেবে বলে, যাতে উনি সময় নিয়ে ঘুরতে পারেন, তাই সাত দফা ধরে ভোট করানো হচ্ছে৷” অন্যান্য রাজ্যে এক দফা বা দু-তিন দফায় ভোট হলে কেন বাংলাতেও তা করা যাবে না, সে প্রশ্নও তোলেন মমতা৷ তাঁর প্রশ্ন, “তামিলনাড়ুতে যদি একদিন ৪০ আসনে ভোট হতে পারে, তাহলে বাংলায় কেন একদিন ৪ আসনে ভোট হল?” দুই বা ততোধিক দফায় নির্বাচন হলে জনসাধারণের মধ্যে ভোটদানের প্রবণতা কমতে থাকে৷ পাশাপাশি উন্নয়নের কাজও স্তব্ধ হয়ে যায় যা রাজ্যের পক্ষে হানিকারক, এই অভিযোগ আগেও করেছিলেন মমতা৷

এবার কেন্দ্রীয় বাহিনী নিয়েও নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর৷ নজিরবিহীনভাবে এবারের ভোটে বাংলায় কেন্দ্রীয় বাহিনী সংখ্যা সবথেকে বেশি৷ প্রায় ৯২০ কোম্পানি বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন৷ এক এক দফাতেও আগের থেকে বেশি সংখ্যক জওয়ান মোতায়েন ছিলেন৷ এই বিপুল বাহিনী মোতায়েনের বিষয় নিয়েও সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিজেপির কথাতেই নির্বাচন কমিশন এমন সিদ্ধান্ত নিয়েছে বলে তাঁর অভিযোগ৷ মমতা বলেছেন, ”আর কোনও রাজ্যে এত কেন্দ্রীয় বাহিনী নেই৷ সব পাঠানো হয়েছে বাংলায়৷ কারণ বাংলাকে আপনারা পছন্দ করেন না৷ বাকি রাজ্য আপনাদের বিরুদ্ধে লড়তে পারে না, কিন্ত্ত আমরা বাংলার মানুষেরা লড়াই করি, তাই আমাদের টাইট দেওয়ার জন্যই এত বাহিনী পাঠানো হয়েছে৷”

প্রসঙ্গত উল্লেখ্য, বিপুল সংখ্যক বাহিনী মোতায়েনের জেরে এবারের নির্বাচন হয়েছে তুলনামূলক শান্তিপূর্ণ৷ কিন্ত্ত কিছুক্ষেত্রে আবার কেন্দ্রীয় বাহিনী কর্তৃক মহিলা অসম্মানের অভিযোগ উঠে এসেছে৷ তারও কড়া ভাষায় নিন্দা করেছে রাজ্যের শাসক দল৷ তবে নির্বাচন কমিশন সূত্রের খবর, ভোটের সময় এবং ভোট পরবর্তী হিংসা ঠেকাতেই বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে এবং ভোটের পরও রাজ্যে থাকবে এই কেন্দ্রীয় বাহিনী৷ এমনকি পরিস্থিতি বিচার করে ভোটের পর প্রয়োজনে আরও দেড় মাস রাজ্যের বিভিন্ন এলাকায় পাহারা দিতে পারে কেন্দ্রীয় বাহিনী৷