• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ভোট প্রচারে অসম যাচ্ছেন মমতা

নিজস্ব সংবাদদাতা, কোচবিহার, ৫ এপ্রিল — বিজেপির গ্যারান্টি জিরো৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যা প্রতিশ্রুতি দেন তা পূরণ করেন না৷ লক্ষীর ভান্ডার বিজেপির কোন গ্যারান্টি নয়৷ এটা তাদের সরকারের গ্যারান্টি৷ বৃহস্পতিবার কোচবিহার রাসমেলা ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া ভাষণের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী আয়ুষ্মান ভারত নিয়েও তোপ দাগেন৷ তিনি বলেন, ওরা এক কোটি মানুষকে আয়ুষ্মান ভারতের সুবিধা দিয়েছে৷

নিজস্ব সংবাদদাতা, কোচবিহার, ৫ এপ্রিল — বিজেপির গ্যারান্টি জিরো৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যা প্রতিশ্রুতি দেন তা পূরণ করেন না৷ লক্ষীর ভান্ডার বিজেপির কোন গ্যারান্টি নয়৷ এটা তাদের সরকারের গ্যারান্টি৷ বৃহস্পতিবার কোচবিহার রাসমেলা ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া ভাষণের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী আয়ুষ্মান ভারত নিয়েও তোপ দাগেন৷ তিনি বলেন, ওরা এক কোটি মানুষকে আয়ুষ্মান ভারতের সুবিধা দিয়েছে৷ আর রাজ্য সরকার ৯ কোটি মানুষের হাতে পৌঁছে দিয়েছে স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা৷ কোচবিহারের তুফানগঞ্জের মাটিতে দাঁডি়য়ে এভাবেই বিজেপি ও নরেন্দ্র মোদির বিরুদ্ধে আক্রমণ শানলেন তৃণমূল কংগ্রেস দলের সুপ্রিমো ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার দুপুরে তুফানগঞ্জের নাগুরেরহাট হাই স্কুল মাঠে আলিপুরদুয়ার কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রকাশ চিক বরাইকের সমর্থনে ভিডে় ঠাসা এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ওরা চা বাগানের দশ লক্ষ মানুষকে বিপদে ফেলেছে৷ ভোটের পরে রাজ্য সরকার ১১ লক্ষ আবাস তৈরি করবে৷

এদিন উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক, আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রকাশ চিক বরাইক, তৃণমূল কংগ্রেস দলের রাজ্য সহ-সভাপতি ও প্রাক্তন মন্ত্রী কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্র নাথ ঘোষ, প্রাক্তন সংসদ পার্থপ্রতিম রায়, কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি সুমিত্রা বর্মন, আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল, প্রাক্তন বিধায়ক ফজলে করিম মিয়া, সৌরভ চক্রবর্তী প্রমুখ তৃণমূল নেতৃত্ব৷ মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি দেশকে বেঁচে দিয়েছে৷ সিপিএম কংগ্রেসকে নিয়ে একসঙ্গে লড়ছে বিজেপি৷ তাই মানুষের স্বার্থ বজায় রাখতে তৃণমূল ছাড়া কাউকে একটিও ভোট দেবেন না৷ দুর্নীতির প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার শ্বেতপত্র প্রকাশ করলেই পরিষ্কার হয়ে যাবে উত্তর প্রদেশ নাকি গুজরাটে বেশি দুর্নীতি হয়েছে৷

এ রাজ্যে দুর্নীতি হলে তাদের বিরুদ্ধে শাস্তি হয়৷ আরাবুল, শাহজাহান গ্রেফতার হয়েছে৷ বিজেপির উদ্দেশ্যে প্রসঙ্গত মুখ্যমন্ত্রী বলেন, তাহলে দেশের হোম মিনিস্টার নিশীথ প্রামাণিক কেন গ্রেফতার হবে না৷ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি প্রশ্ন করেন, কি করে একজন খুন, ডাকাতি ও বোমা মারার অভিযোগে অভিযুক্ত মন্ত্রীকে বিজেপি প্রার্থী করে৷ তার হয়ে প্রধানমন্ত্রী কি করে প্রচার করেন৷ এদিন মুখ্যমন্ত্রী কার্যত দুর্নীতি নিয়ে চ্যালেঞ্জ জানান প্রধানমন্ত্রীকে৷ কোচবিহারে প্রধানমন্ত্রীর ভাষণের রেশ টেনে মুখ্যমন্ত্রী বলেন, সন্দেশখালিতে কেউ মারা যাননি৷ তারা সর্বস্তরে সন্দেশখালির মানুষের পাশে দাঁডি়য়েছে৷ ভাষণের মাঝে মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচনী প্রচারে পাশের রাজ্য অসম যাচ্ছেন তিনি৷ ১৭ এপ্রিল মুখ্যমন্ত্রী অসমের শিলচরে যাবেন ভোট প্রচারে৷

সেখানে তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে চারটি আসনে প্রার্থী দেওয়া হয়েছে৷ মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে প্রাক্তন বিচারপতি ও বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রতিও এক হাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, বিচারপতি থাকাকালীন সাধারণ ছেলে মেয়েদের চাকরি পাওয়ার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁডি়য়েছিল এই বিচারপতি৷ এবার তার বিরুদ্ধে তৃণমূলের ছাত্র নেতা দেবাংশু ভট্টাচার্য লড়াইয়ে নেমেছে৷ দেবাংশুকে জিতিয়ে তমলুকের মানুষ জবাব দেবে বিচারপতিকে৷ এনআরসি ও ক্যা নিয়ে ফের তোপ দাগেন মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, তিনি থাকতে কোনভাবেই এ রাজ্যে নাগরিকত্ব আইন চালু করতে দেবেন না৷ ক্যা নিয়ে আবেদন করলেই আপনারা বিদেশী হয়ে যাবেন বলে মুখ্যমন্ত্রী সতর্ক করেন সকলকে৷ সমস্ত রকম সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন বলেও উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন সভা শুরুর আগে আলিপুরদুয়ার ও আশপাশ এলাকা থেকে ছোট বড় বেশ কয়েকটি মিছিল সভাস্থলে এসে উপস্থিত হয়৷