• facebook
  • twitter
Monday, 16 September, 2024

পরিবহন দফতরের উপর ক্ষোভ প্রকাশ মমতার

'রাস্তায় সরকারি বাস কমছে, তবু তেলের জন্য খরচ বাড়ছে কেন?' : মমতা

নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচন মিটতেই রাজ্যের একাধিক সরকারি দফতরের কার্যে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর প্রশ্নবাণে বিদ্ধ হয়েছে রাজ্যের হকার থেকে সবজি-বাজার ব্যবস্থা। পূর্বে বিদ্যুতের অপচয় নিয়ে প্রকাশ্যেই সরকারি অফিসের একাংশ কর্তা থেকে কর্মীর উদাসীন আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা। এবার মুখ্যমন্ত্রীর টার্গেটে পরিবহণ দফতর। মঙ্গলবার পরিবহণ দফতরের রিভিউ মিটিং থেকে বড় প্রশ্ন তুললেন মমতা। পেট্রোলিয়ামের মূল্যবৃদ্ধি নিয়ে এবার সরব হলেন তিনি। সূত্রের খবর, নবান্নের বৈঠকে পরিবহণ দফতরের কর্তাদের উদ্দেশে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় জানতে চান, “রাস্তায় সরকারি বাস কমছে, তবু তেলের জন্য খরচ বাড়ছে কেন?” মাইনে দিতে সমস্ত টাকা খরচ হয়ে যাচ্ছে কিন্তু আয় বাড়ছে না পরিবহন দফতরের, এদিন এই বিষয়ের কারণ জানতে চেয়ে এমনই মন্তব্য করেছেন মমতা। এরপরই তিনি বাসের খরচ বৃদ্ধি নিয়ে প্রশ্ন তোলেন।

প্রসঙ্গত উল্লেখ্য, পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির জেরে অনেকেই এখন ইলেকট্রিক পরিবহণের দিকে ঝুঁকছেন। রাজ্যের তরফেও ১ হাজার ১৮০টি ইলেকট্রিক বা বা ই-বাস কেনা হয়েছে। কিন্তু এ ব্যাপারে সুপ্রিমকোর্টে মামলা চলার দরুণ বাসগুলি এখনও নামাতে পারেনি রাস্তায়। মামলার রায় সরকারের অনুকুলে গেলে ওই বাসগুলি নামবে রাস্তায় ফলে রাজ্যের পরিবহণ দফতরের আয় বাড়বে বলে মনে করা হচ্ছে। কিন্তু বর্তমান পরিস্থিতি সামাল দিতে কি পদক্ষেপ নেওয়া হবে? পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির জেরে রাস্তায় সরকারি বাস কমছে। কার্যত পরিবহন দফতরের আয়ে ভাটা পড়েছে। এবার সেই প্রশ্ন তুলেই সরব হলেন মমতা। তবে পরিবহণ দফতরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের পাশাপাশি বর্তমান পরিস্থিতি থেকে বাঁচতে কিছু পরামর্শও শুনিয়েছেন মমতা। তবে কি পরামর্শ দিয়েছেন তিনি? সে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন পরিবহণ দফতরের এক কর্তা। সরকারি বাসের আয় বাড়াতে বাসের ফ্রিকোয়েন্সি বাড়ানোর পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে তিন শিফটের বদলে চার শিফটে কাজ করানোর প্রস্তাবও দেওয়া হয়েছে। মমতা আশাবাদী, ই-বাস পথে না নামা পর্যন্ত এই সকল পন্থা অবলম্বন করলে পরিবহন দফতরের সাময়িক আর্থিক ভাটা কাটিয়ে ওঠা সম্ভব হবে।