ঝাড়খন্ডে ইন্ডিয়া জোটের ‘গণতন্ত্র বাঁচাও’
দিল্লি, ১২ এপ্রিল– সম্মুখে ভোট৷ তার আগে নিজেদের শক্তি জাহিরে ব্যাস্ত দেশের প্রতিটি দল৷ একদিকে এনডিএ জোট৷ অন্যদিকে, ইন্ডিয়া জোট৷ ‘গণতন্ত্র বাঁচাও’ মহাসমাবেশের গন্তব্য এবার ঝাড়খন্ড৷ দিল্লির ধাঁচে এবার ঝাড়খণ্ডেও গণতন্ত্র বাঁচাও মহাসমাবেশ করতে চাইছে ইন্ডিয়া জোট৷ আগামী ২১ এপ্রিল রাঁচিতে সেই মহাসমাবেশ৷ জানা গিয়েছে এই ‘গণতন্ত্র বাঁচাও’ শীর্ষক ইন্ডিয়া জোটের সমাবেশে তৃণমূলের প্রতিনিধি হাজির থাকবেন৷ ভোটের পর প্রয়োজনে ফের একত্রিত হতে পারে গোটা ইন্ডিয়া শিবির, সে ইঙ্গিতও মিলেছে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়৷ ইন্ডিয়া জোটের সভায় তৃণমূলের প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্তে আরও একবার স্পষ্ট দিল্লিতে এখনও জোটের অংশ তৃণমূল৷
২১ এপ্রিল এই সমাবেশে উপস্থিত থাকতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী জেলবন্দি হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন৷ এ বিষয়ে চলতি সপ্তাহেই তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে সভায় যোগ দেওয়ার অনুরোধ করেছিলেন৷ মূলত সেখানে হেমন্তের গ্রেপ্তারির প্রতিবাদে ইন্ডিয়ার পক্ষ থেকে ‘গণতন্ত্র বাঁচাও’ সমাবেশের আয়োজন করা হয়েছে৷
তৃণমূল নেত্রী নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকায় নিজে রাঁচির সমাবেশে হাজির হওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে জানালে কল্পনা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠানোর জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছিলেন৷ তাতে রাঁচির সমাবেশে তৃণমূলের পক্ষ থেকে প্রতিনিধি উপস্থিত থাকবেন, সেই আশ্বাসই মুখ্যমন্ত্রী কল্পনাকে দিয়েছেন বলে জানা গিয়েছে৷ তবে মমতা ছাড়া এই সভায় আর কে উপস্থিত থাকবেন, সেটা এখনও জোট তরফে জানানো হয়নি৷ গত সপ্তাহে দিল্লিতে একই ধরনের সভা হয়েছিল৷ তাতে তৃণমূলের তরফে সাগরিকা ঘোষ এবং ডেরেক ও ব্রায়েন উপস্থিত ছিলেন৷ বাংলায় কংগ্রেসের সঙ্গে আসনরফা না হলেও দিল্লিতে তৃণমূল ইন্ডিয়া জোটের সঙ্গেই আছে, বার বার স্পষ্ট করেছেন তৃণমূল নেত্রী৷ দিল্লির সভা থেকে ডেরেকরাও সে কথা জানিয়ে দিয়েছেন৷