রাজ্যসভায় শপথগ্রহণে অসম্মানের অভিযোগ মমতাবালার

নিজস্ব প্রতিনিধি— বুধবার মতুয়া সমাজের প্রথম নারী হিসেবে রাজ্যসভায় শপথ নিলেন মমতাবালা ঠাকুর৷ তবে রাজ্যসভায় শপথ নিতে গিয়ে তাঁকে ‘নোংরা রাজনীতির’ মুখোমুখি হতে হয়েছে বলে অভিযোগ করেছেন মমতাবালা৷ এদিন শপথ নেওয়ার শুরুতে মতুয়া সম্প্রদায়ের ঠাকুর হরিচাঁদ, গুরুচাঁদের নামোচ্চারণ করেন মমতাবালা৷ এজন্য তাঁর প্রথম শপথটি বাতিল করে দেন রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ খনকড়৷ মমতাবালা বলেন, “আমি আমার ঠাকুর হরিচাঁদ, গুরুচাঁদের নাম নেওয়াতে আমার প্রথম শপথ বাতিল করে দেওয়া হল৷ আমাকে দ্বিতীয়বার শপথ নিতে বাধ্য করা হল৷

কিন্ত্ত বিজেপি-সহ অন্যান্য দলের সদস্যরা তাঁদের ঠাকুরের নাম করে শপথ নিলেও তাঁদের শপথ বাতিল করা হয়নি৷ এটা কী ধরনের দ্বিচারিতা?” মমতাবালা আরও বলেন, “এর আগে আমি লোকসভায় যখন শপথ নিয়েছিলাম তখন হরিচাঁদ, গুরুচাঁদ ঠাকুরের নামে শপথ নিয়েছিলাম৷ তাহলে এখন কেন নিতে দেওয়া হল না? তাছাড়া বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরও তো আগে ঠাকুর হরিচাঁদ, গুরুচাঁদের নামে শপথ নিয়েছিল৷ তখন কেন শপথ বাতিল করা হয়নি৷ আসলে এটা নোংরামি ছাড়া আর কিছু নয়!”

এ ব্যাপারে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখডে়র কোনও প্রতিক্রিয়া জানা যায়নি৷ তবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল৷ তৃণমূলের দাবি, প্রধানমন্ত্রী বা বিজেপি মুখে মতুয়া সমাজের কথা বললেও আসলে ওরা যে মতুয়াদের সম্মান করে না তা এঘটনা থেকেই স্পষ্ট৷ তাই মমতাবালাকে দ্বিতীয়বার শপথ নিতে হল৷