বিধানসভা নির্বাচনের কয়েক ঘন্টা আগে ধুন্ধুমার কাণ্ড মহারাষ্ট্রে। টাকা বিলিয়ে ভোট কেনার অভিযোগ উঠল বিজেপি নেতা তথা দলের সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ের বিরুদ্ধে। মঙ্গলবার, ভোটের আগের দিন এই গুরুতর অভিযোগ তুলেছেন বহুজন বিকাশ আঘাড়ির নেতা হিতেন্দ্র ঠাকুর। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে অস্বীকার করেছে বিজেপি। পাল্টা তাদের অভিযোগ, প্রচারে চমক দিতে চাইছেন হিতেন্দ্র ঠাকুর। ভোটে জিততে পারবে না বুঝতে পেরে চক্রান্ত করছে তারা।
এদিকে বিজেপি নেতা বিনোদ তাওড়ে এবং বিডিএ নেতা-কর্মীদের মধ্যে গন্ডগোলের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি দৈনিক স্টেটসম্যান।
বিডিএ নেতা হিতেন্দ্র ঠাকুর সাংবাদিকদের বলেন, ‘কয়েকজন বিজেপি নেতাই আমাকে জানান, বিজেপির সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে বিরারে আসছেন। তিনি ভোটারদের মধ্যে ৫ কোটি টাকা বিলোবেন। আমি ভেবেছিলাম এমনটা হবে না। কিন্তু সেখানে আমি তাঁকে দেখতে পাই। নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছি, কর্তৃপক্ষ যেন বিজেপি এবং এই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়।’ হিতেন্দ্রর আরও অভিযোগ, ‘বিনোদ তাওড়ে ৩ ঘন্টারও বেশি সময় হোটেলে ছিলেন। আর সেই সময় হোটেল কর্তৃপক্ষ তাদের ক্যামেরা বন্ধ করে রাখে। আমরা বলার পর ওরা সিসি ক্যামেরা চালায়।’
বিজেপির বিরুদ্ধে এই অভিযোগের পর মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। বিরোধী জোটের শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে বলেন, ‘এই রাজ্যে ভালো সরকার আসা উচিত।’
বিজেপি নেতা প্রবীন দারিদকর বলেন, ‘এই অভিযোগের কোনও ভিত্তি নেই। আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে।’ বিনোদ তাওড়ের কথায়, ‘ভোটের দিনের কাজকর্ম খতিয়ে দেখতে এবং কর্মীদের কাজ বুঝিয়ে দিতে আমি সেখানে গিয়েছিলাম। বিডিএ নেতারা আমার বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ তুলছে। নির্বাচন কমিশন এর তদন্ত করুক।’