• facebook
  • twitter
Friday, 22 November, 2024

সিকিমের মসনদে ফের প্রেম

গ্যাংটক, ২ জুন – দ্বিতীয়বারের জন্য সিকিমের মসনদে বসতে চলেছেন প্রেম সিং তামাং৷ ৩১ আসনে জিতে মসনদে বসতে চলেছেন তিনি৷ ২০১৯ এ ১৭ আসনে জিতে ক্ষমতা দখল করেছিলেন প্রেম সিং তামাং৷ অন্যদিকে পাহাডি় রাজ্যটিতে কার্যত মুছে গেল সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট বা এসডিএফ৷ ২০২৪ বিধানসভা নির্বাচনে ৩২টি আসনের মধ্যে মাত্র একটি আসনে জয় পেয়েছে পবন চামলিংয়ের

গ্যাংটক, ২ জুন – দ্বিতীয়বারের জন্য সিকিমের মসনদে বসতে চলেছেন প্রেম সিং তামাং৷ ৩১ আসনে জিতে মসনদে বসতে চলেছেন তিনি৷ ২০১৯ এ ১৭ আসনে জিতে ক্ষমতা দখল করেছিলেন প্রেম সিং তামাং৷ অন্যদিকে পাহাডি় রাজ্যটিতে কার্যত মুছে গেল সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট বা এসডিএফ৷ ২০২৪ বিধানসভা নির্বাচনে ৩২টি আসনের মধ্যে মাত্র একটি আসনে জয় পেয়েছে পবন চামলিংয়ের দল৷ ২০১৯ লোকসভা নির্বাচনে৩২ টির মধ্যে ১৫টি আসন পেয়েছিলেন পবন চামলিং৷ ১৭ টি আসনে জয় পেয়ে সিকিমে পরিবর্তন এনেছিল সিকিম ক্রান্তিকারী মোর্চা বা এসকেএম৷ কিন্ত্ত এ বারের নির্বাচনে প্রেম সিং তামাংয়ের কাছে যে এভাবে পরু্যদস্ত হতে হবে, তা হয়তো কল্পনাতেও ভাবেননি পবন চামলিং৷ সিকিমে বিধানসভার ৩২ আসনের মধ্যে ৩১টিতে জয় লাভ করেছে সিকিম ক্রান্তিকারী মোর্চা৷ ওডিশা, অন্ধ্রপ্রদেশ এবং অরুণাচল প্রদেশের সঙ্গে সিকিমেও এবার লোকসভার সঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট হয়৷ রবিবার হয় ফল ঘোষণা৷ ৩২ আসনের মধ্যে একটিতে জিতেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন চামলিংয়ের সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট৷ নিজের জয় নিশ্চিত করতে পবন চামলিং এবং প্রেম সিং তামাং দুজনেই দুটো করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন৷ সেই জায়গায় বর্তমান মুখ্যমন্ত্রী দুটো আসনেই বড় ব্যবধানে জয় পেয়েছেন৷ সেখানে পবন চামলিং দুটো আসনেই ঠিক ততটা ব্যবধানেই পরাজিত হয়েছেন৷ একইভাবে পরাজিত হয়েছেন ফুটবল আইকন তথা ভারতীয় জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়াও৷ বলতে গেলে এবারের পরাজয় কোমর ভেঙে দিল এসডিএফের৷ অন্যদিকে বিজেপি এখানে আলাদাভাবে লড়লেও বিশেষ দাঁত ফোটাতে পারেনি৷ তবে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটেরই শরিক প্রেম সিং তামাংয়ের দল৷

এছাড়াও এ বারের ভোটে ওয়াশআউট হয়েছে সিটিজেন অ্যাকশন পার্টিও৷ তারা খাতাই খুলতে পারেনি বিধানসভা ভোটে৷ নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন চামলিং নামচেবুঙ্গ ও পোকলোক কামরাঙ্গ বিধানসভা আসনে প্রতিদ্বন্দিতা করেছিলেন৷ নামচেবুঙ্গ আসনে চামলিং এসকেএমের রাজু বাসনেটের কাছে ২২৫৬ ভোটে ও পোকলোক কামরাঙ্গ আসনে ৩০৬৩ ভোটে এসকেমের ভোজরাজ রাইয়ের কাছে পরাজিত হন৷ অন্যদিকে, বাইচুং ভুটিয়া এসডিএফের হয়ে বারফুঙ্গ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন৷ সেই আসনে তিনি রিকসেল দর্জি ভুটিয়ার কাছে ৪৩৪৬ ভোটে পরাজিত হন৷ এ দিকে বর্তমান মুখ্যমন্ত্রী রেহনক ও সোরেঙ্গ চাকুঙ্গ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন৷ সোরেঙ্গ চাকুঙ্গ আসনে এসডিএফের এ ডি সুব্বাকে ৭৩৯৬টি ভোটে ও রেহনক আসনে এসডিএফের সোমনাথ পৌডিয়ালকে ৭০৪৪ ভোটে পরাজিত করেছেন৷ একইভাবে মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের স্ত্রী এসকেমের হয়ে নামচি সিঙ্গিথাঙ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন৷ সেই আসনে তিনি এসডিএফের বিমল রাইকে ৫৩০২ ভোটে পরাজিত করেছেন৷ একমাত্র সিয়ারি আসনটিতে জয় পেয়েছে চামলিংয়ের এসডিএফ৷

সেই আসনে এসকেএমের কুঙ্গনা নিমা লেপচাকে ১৩১৪ ভোটে পরাজিত করেছেন এসডিএফের তেনজিং নোরবু নামথা৷ মোট ভোটের ৫৮.৩৮ শতাংশ পেয়েছে এসকেএম, এসডিএফ পেয়েছে ২৭.৩৭ শতাংশ৷ পশ্চিম সিকিমের বাসিন্দা প্রেম সিং ১৯৯৪ সালে রাজনীতিতে যোগ দেন৷ তিনি তখনকার মুখ্যমন্ত্রী পবন চামলিংয়ের ঘনিষ্ঠ ছিলেন৷ ১৯৯৪ সালেই সিকিম ডেমোক্রেটিক পার্টির টিকিটে বিধায়ক হয়ে মন্ত্রী হন৷ কিন্ত্ত দুজনের সম্পর্কে অবনতি হলে তিনি পৃথকভাবে তাঁর অনুগামীদের নিয়ে ২০১৩ সালে সিকিম ক্রান্তিকারী ফ্রন্ট গঠন করেন৷ ২০১৭ তে তিনি টানা ২৫ বছর ক্ষমতায় থাকা পবন চামলিংকে হারিয়ে দেন৷ এবার ৩২ আসনের ৩১টিতে জিতে তাঁর রাজনৈতিক পথপ্রদর্শককে গুরুত্বহীন করে দিলেন তিনি৷