• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

বয়সজনিত সমস্যায় লালকৃষ্ণ আডবাণী দিল্লি এমসে ভর্তি

দিল্লি, ২৭ জুন– দিল্লি এমসে ভর্তি করানো হল প্রবীণ বিজেপি নেতা তথা দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণীকে৷ হাসপাতাল তরফে জানা গিয়েছে, বয়সজনিত সমস্যা রয়েছে তাঁর৷ তবে সেই সমস্যা কী তা এখনও জানানো হয়নি৷ ৯৬ বছর বয়সি আডবাণীকে বর্তমানে দিল্লি এমসের বার্ধক্য বিভাগে রাখা হয়েছে৷ ২০২৪ সালের শুরুতেই ভারত সরকারের তরফ থেকে তাঁকে ভারতরত্ন দেওয়া হয়৷

দিল্লি, ২৭ জুন– দিল্লি এমসে ভর্তি করানো হল প্রবীণ বিজেপি নেতা তথা দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণীকে৷ হাসপাতাল তরফে জানা গিয়েছে, বয়সজনিত সমস্যা রয়েছে তাঁর৷ তবে সেই সমস্যা কী তা এখনও জানানো হয়নি৷ ৯৬ বছর বয়সি আডবাণীকে বর্তমানে দিল্লি এমসের বার্ধক্য বিভাগে রাখা হয়েছে৷

২০২৪ সালের শুরুতেই ভারত সরকারের তরফ থেকে তাঁকে ভারতরত্ন দেওয়া হয়৷ শারীরিক ভাবে দুর্বল হওয়ায় আডবাণীর বাডি়তে গিয়ে তাঁর হাতে ভারতরত্ন তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু৷

উল্লেখ্য, ১৯২৭ সালের ৮ নভেম্বর পাকিস্তানের করাচিতে লালকৃষ্ণ আডবাণীর জন্ম৷ ১৯৮০ সাল থেকে তিনি বিজেপির সভাপতি পদে ছিলেন৷ প্রায় তিন দশক লম্বা রাজনৈতিক কেরিয়ারে বহু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি৷ ১৯৯৯ থেকে ২০০৪ সালের মধ্যে অটলবিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রীও হয়েছিলেন আডবাণী৷