বাংলাদেশের অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে সেই তৃণনূল- বিজেপি সংঘাত প্রসঙ্গ টেনে আনলেন দিলীপ ঘোষ । বাংলাদেশ ইস্যুতে কথা বলেতে গিয়ে তৃণমূলকে নিশানা করলেন প্রাক্তন সাংসদ । তাঁর দাবি, বাংলাদেশে এখন যাঁরা অরাজকতা করছে, হিংসা চালাচ্ছে, তাদেরই মতো একদল যারা ভারতে ঢুকে পড়েছে, তারাই সি এ এ পাস হওয়ার পর দিকে দিকে আগুন জ্বালিয়েছিল । লুঠ করেছিল। আরও বলেন, ‘বাংলাদেশে যারা নৈরাজ্য চালাচ্ছে, তারাই ভোটের পরে পশ্চিমবঙ্গে ঢুকেছিল’। তাঁর দাবি, ২০২১ এ বিধানসভা নির্বাচনের ফল বেরনোর পরে ভোট পরবর্তী হিংসা চালিয়েছিল এরাই, বিজেপি কর্মীদের উপর হামলা করেছিল, খুন করেছিল। এদের মতোই লোকজন বিজেপির নেতা-কর্মীদের উপর তৃণমূলের হয়ে হামলা চালিয়েছিল বলে দাবি দিলীপের।
বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বললেন, ‘এরাই এখানে তৃণমূলকে দখল করে নিয়েছে। মমতা বন্দোপাধ্যায়। ভাবছেন, এরা তাঁর পক্ষেই আছে, তাই মুখ বন্ধ রেখেছেন।’ দিলীপের সাবধানবাণী, ‘এক দিদি গেছেন, আরেক দিদি হয়তো সেই রাস্তায় হাঁটতে চলেছেন। তৃণমূল ভবিষ্যৎ দেখে রাখুক, এই আগুন থেকে তারাও বাঁচবে না। ‘এবিষয়ে তৃণমূল নেতা শান্তনু সেন বললেন, দিলীপ নিজের দলেই গুরুত্ব হারিয়েছেন। এই সময় এই ধরনের মন্তব্য করার জন্য বিজেপি নেতার নিন্দাই করেন শান্তনু। ‘দিলীপ ঘোষ বাংলাদেশের এমন স্পর্শকাতর সময়ে বাচালতা করছেন, এই মুহূর্তে এমন মন্তব্য প্ররোচনা দেওয়া’, পাল্টা মন্তব্য কুণাল ঘোষের।