আরজি কর ঘটনার বিবৃতি দেওয়ার সময় সাংবাদিকদের কাছে মৃতার নাম প্রকাশ্যে বলেছিলেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এই অভিযোগে এবার তাঁকে তলব করল কলকাতা পুলিশ। সূত্রের খবর, আজ বুধবার বেলা বারোটা নাগাদ তাঁকে তলব করা হয়েছে।
প্রসঙ্গত, আরজি কর মামলার তদন্তভার ইতিমধ্যেই গ্রহণ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। মঙ্গলবার পর্যন্ত টানা পাঁচবার সন্দীপ ঘোষকে ম্যারাথন জেরা করে সিবিআই। আর এবার কলকাতা পুলিশের সমন পেলেন তিনি। একই সঙ্গে রাজ্যের স্বাস্থ্য দফতরের তৎকালীন বিশেষ সচিব দেবল ঘোষের অভিযোগের ভিত্তিতে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০বি ( ষড়যন্ত্র) এবং ৪২০ (প্রতারণা) ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্রের খবর, ২০২২ সালের ৮ ডিসেম্বর, ৩০ জুন এবং ২৪ অক্টোবর সন্দীপ ঘোষের বিরুদ্ধে হাসপাতালে নির্মাণ দুর্নীতির অভিযোগে উঠেছিল।