নিজস্ব প্রতিনিধি— যাঁরা ‘মন কি বাত’ বলেন, তাঁরা কি ‘জন কি বাত’ শুনবেন না? বুধবার তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে কেন্দ্র সরকারকে কটাক্ষের সুরে প্রশ্ন ছুঁড়ে দেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যএবং শশী পাঁজা৷ ১লা এপ্রিল থেকে বেড়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের মস্তিস্ক প্রসূত প্রকল্প লক্ষীর ভাণ্ডারের বরাদ্দ অর্থাৎ যেসকল মহিলারা ৫০০ টাকা পেতেন তা বেড়ে হয়েছে ১০০০ টাকা৷ তপসিলি জাতি, উপজাতিভুক্ত মহিলারা ১০০০ টাকার পরিবর্তে পাচ্ছেন ১২০০ টাকা৷ এর ফলে বর্তমানের মূল্যবৃদ্ধির বাজারে মহিলারা কতটা উপকৃত হয়েছেন, তাই তুলে ধরেন চন্দ্রিমা এবং শশী৷
উত্তরবঙ্গের ভয়ঙ্কর ঝড়ে অসংখ্য মানুষের আহত হওয়ার প্রসঙ্গে বিজেপিকেই দোষারোপ করেছেন শশী৷ তাঁর ভাষায়, কেন্দ্র সরকার আবাসের টাকা দিলে সাধারণ মানুষের মাথার ওপর ছাদ হত তাহলে তাদের বাড়িঘর বিপর্যস্ত হয়ে আহত হতে হতোনা৷ পাশাপাশি তিনি মনে করিয়ে দিয়েছেন অভিষেকের ‘ওপেন চ্যালেঞ্জ’ এর কথাও৷ শশী বলেন, আজ প্রধানমন্ত্রী আসবেন উত্তরবঙ্গে৷ তিনি বাংলায় এসে চ্যালেঞ্জের জবাব দিয়ে শ্বেতপত্র প্রকাশ করবেন এমনটাই আশাবাদী তৃণমূল নেতৃত্বরা৷ দিলীপ ঘোষের একের পর এক বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গে ফের ক্ষোভ প্রকাশ চন্দ্রিমা বলেন, নির্বাচন কমিশনের সতর্কবার্তা শোনার মতো অভিপ্রায় তাঁর নেই৷ আগে দেখা যেত তিনি মর্নিংওয়াক করছেন, এখন ব্যাট বল খেলতেও দেখা যাচ্ছে৷ সিএএ এর জন্য বিজেপি নেতৃত্ব শান্তনু ঠাকুর আবেদন করবেন, এই প্রসঙ্গেই শান্তনু ঠাকুরকে আক্রমণ করেছেন চন্দ্রিমা৷
তিনি বলেন, মনোনয়নের সময় সিএএ এর জন্য আবেদন করলে তাঁকে দেখাতে হবে যে তিনি নাগরিক নন তাহলে তো তিনি মনোনয়ন পাবেন না৷ লক্ষীর ভান্ডার কে বারংবার কটাক্ষ করেছে বিজেপি৷ সাংবাদিক বৈঠক থেকে তার যোগ্য জবাব দিয়ে চন্দ্রিমা বলেন, অভিষেক বন্দোপাধ্যায় লক্ষীর ভাণ্ডারের পরিবর্তে গ্যাস বিনামূল্যে দেওয়ার জন্য বলেছেন৷ সেটি করতেও ব্যর্থ বিজেপি৷ বাস্তবে তারা চায়না লক্ষীদের হাতে অর্থ আসুক৷ নির্বাচনের আগে কেবল বাংলাতেই ১৭ বার আসার বিষয়কে কেন্দ্র করে শশী পাঁজা বলেন, প্রধানমন্ত্রী আসলে ‘নির্বাচনমন্ত্রী’ তাই নির্বাচনের আগেই তাঁর দেখা মেলে৷ অর্জুন সিং নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছেন রামনবমীর দিন তৃণমূলের তরফে বিভিন্ন সমস্যার সৃষ্টি করা হতে পারে তাই সিআরপিএফ দিতে হবে বাংলায়৷ এ প্রসঙ্গে চন্দ্রিমা অর্জুনকে আক্রমণ করে বলেন, রাজনৈতিক দলের এটা কাজ নয়৷ নির্বাচনের প্রাক্কালে নির্বাচন কমিশন নজরদারিতে রয়েছে, তারাই বিষয়টি দেখবে৷ শেখ শাহজাহান প্রসঙ্গেও শশী এবং চন্দ্রিমা বলেন, বর্তমানে তিনি কেন্দ্রীয় সংস্থার অধীনে রয়েছেন৷ আইন অনুযায়ী তদন্ত এবং তার যথাযথ বিচার হবে৷ তৃণমূল দোষীদের প্রশ্রয় দেয়না বরং বিভিন্ন মামলায় জড়িত দোষীরা দলবদল করে বিজেপিতে গেলেই তাদের ওয়াশিং মেশিনে পরিষ্কার হয়ে যান৷