• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

দেবাংশুর জন্য ‘দজ্জাল’ পাত্রী খুঁজে পেলেন কুণাল

অভিনেত্রীকে কটাক্ষ করে সমালোচিত দুই তৃণমূল নেতা

তৃণমূল নেতা কুণাল ঘোষ ও দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছিলেন টলিউডের এক অভিনেত্রী। এক সংবাদমাধ্যমের কাছে প্রতিক্রিয়া দিতে গিয়ে অভিনেত্রীর মুখে উঠে আসে তাঁদের নাম। এই নিয়ে কুণাল ও দেবাংশু ওই অভিনেত্রীকে সমাজমাধ্যমে কটাক্ষ করলেন। সোমবার ওই অভিনেত্রীর সাক্ষাৎকারের একটি অংশ সমাজমাধ্যমে প্রকাশ করেন কুণাল। সেই পোস্ট শেয়ার করে অভিনেত্রীকে ‘দজ্জাল’ বলে কটাক্ষ করলেন দেবাংশু ভটাচার্য।

অভিনেত্রীর নাম মৌসুমি ভট্টাচার্য। টলিউডের পরিচিত মুখ তিনি। এদিন মৌসুমির একটি ভিডিয়ো শেয়ার করে কুণাল লিখেছিলেন, ‘হ্যাঁরে দেবাংশু, তোর পাত্রী দেখার কাজটা এগোব? তোর সঙ্গে বেশ মানাবে। রাগের মধ্যেই থাকে অনুরাগের বীজ। তাছাড়া, কেমন সংস্কার মানে, স্বামীর নাম মুখে আনতে চায় না। আমার তো নিজেকে এখনই ভাসুর ভাসুর লাগছে।’

উল্লেখ্য, ওই ভিডিয়োতে মৌসুমীকে বলতে শোনা যাচ্ছে, ‘কুণাল ঘোষ আর ওই ছেলেটা, নাম ভুলে যাই কী যেন, দেবাংশু। যেদিন পাবলিকের হাতে পড়বে দেখব কী হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ও বাঁচাতে আসবেন না। বাড়িতে বসে খালি লেকচার দেয়। একদিন পাবলিকের সামনে আসতেই হবে। ডাক্তারের কাছেও যেতে হবে। অসুস্থ তো সবাই হয়। ওই দিনটা খুব ভয়ানক ওদের কাছে।’

কুণালের পোস্ট করা এই ভিডিয়োটি শেয়ার করে দেবাংশু সমাজমাধ্যমে লেখেন, ‘গলা শুনেই মনে হচ্ছে বড় দজ্জাল মহিলা গো! বিনয় কোঙ্গারের মত ‘লাইফ হেল’ করে দেবে…’। এখানেই থেমে থাকেননি দেবাংশু ভট্টাচার্য। পাশাপাশি নিজের ফেসবুকে পোস্ট করে তৃণমূল নেতা লেখেন, ‘বলছ তাহলে Kunal দা? তুমি খুঁজে দিচ্ছ মানে এত সহজে কি না বলতে পারি! কিন্তু গলা শুনে মনে হচ্ছে বড় দজ্জাল.. টিকবে কি?  এ বাবা! এমা.. দাঁড়াও দাঁড়াও… বিবাহিত তো! সরি… সিরিয়ালে কাজ নেই। বদন বিগড়ে গেছে। ডাক্তারদের আন্দোলনে বিরিয়ানি খেতে গেছে। আমাদের নাম নিয়ে একটু ফুটেজও খাক।’ যদিও পরে তিনি তাঁর পোস্টটি এডিট করে ‘বদন বিগড়ে গিয়েছে’ লেখাটা সরিয়ে দেন।

কুণাল ও দেবাংশুর এই রকম কটাক্ষের সমালোচনা করেছেন বিরোধীরা। এপ্রসঙ্গে সিপিএম নেতা শতরূপ ঘোষ বলেন, ‘এদের মতো নেতাদের দেখলেই বোঝা যায় তাঁদের বড় একটা অংশ এক একজন পোটেনশিয়াল মলেস্টার। সেটা এই ঘটনা থেকেও প্রমাণিত। যে কাজটা দেবাংশু-কুণাল করেছেন সেটা বেআইনি। আর সেটা দেবাংশু জানে বলেই সমালোচনার পরে পোস্ট এডিট করেছে। এরা পোটেনশিয়াল মলেস্টার বলেই যে কোনও ধর্ষণের ঘটনায় ধর্ষকদের সঙ্গে রিলেট করতে পারে, আর সেই ঝাঁঝ আন্দোলনকারীদের ওপর গিয়ে পরে।’