বিতর্কিত কর্মীকে বদলি করল খড়গপুর পুরসভা

অভিষেক রায়, খড়গপুর, ২৩ জুলাই : খড়গপুর পুরসভার রাজস্ব আদায় বিভাগের বিতর্কিত ট্যাক্স কালেক্টর উদয় চক্রবর্তীকে জন্ম ও মৃত্যু বিভাগে বদলির নির্দেশ দেওয়া হলো বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে । শেখ জালাল নামে এক ব্যবসায়ীর অভিযোগ, উদয় চক্রবর্তী তার কাছে বকেয়া কর বাবদ ১১ লক্ষ টাকা মৌখিকভাবে দাবি করেন । পরবর্তী সময়ে তিনি ৪ লক্ষ টাকা দাবি করে বলেন ওই টাকা দিলে বকেয়া যাবতীয় কর মকুব করে দেওয়ার ব্যবস্থা করা হবে। জালালের বক্তব্য, কর নির্ধারণ করে সেন্ট্রাল ভ্যালুয়েশন বোর্ড । বোর্ড কর বাড়াবার কোন সিদ্ধান্ত নেয়নি। পুরসভা নিজে থেকে বাড়তি কর নাগরিকদের উপর চাপাতে পারে না। এই সংক্রান্ত কোনো সিদ্ধান্ত পুরসভার বোর্ড মিটিংয়ে গৃহীত হয়নি। তাই কলকাতা হাইকোর্টে উদয় চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের করেন শেখ জালাল। এরপরেই বিতর্ক এড়াতে মঙ্গলবার উদয়কে ট্যাক্স কালেক্টরের পদ থেকে সরিয়ে দেওয়া হল বলে মনে করা হচ্ছে। এই বিষয়ে পুরপ্রধান কল্যাণী ঘোষ কোন মন্তব্য করতে রাজি হননি।