নিজস্ব প্রতিনিধি— আবগারি ‘দুর্নীতি’ মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি৷ সেই সময় টু্যইটে ঘটনার তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি কেজরিওয়ালের স্ত্রী সুনীতার সঙ্গেও কথা বলে পাশে থাকার আশ্বাসও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ টু্যইটে মমতা লিখেছিলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে খড়গহস্ত হয়ে উঠেছে বিজেপি সরকার’৷ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে কমিশনেও প্রতিনিধি পাঠিয়েছিল তৃণমূল৷ রবিবার নদিয়ার কৃষ্ণনগরের সভা থেকে ফের কেজরিওয়ালের পাশে দাঁড়াতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ বললেন, ‘‘বিজেপি মিথ্যে মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করেছে, কিন্ত্ত তাঁরা ওর কাজ করা আটকাতে পারেনি৷’’ বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে তৃণমূল নেত্রী বলেন, ‘‘বিজেপি মানে কী? এটা ওয়াশিং মেশিন ভাজপা!’’ সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন গুজরাতের প্রাক্তন কংগ্রেস বিধায়ক চিরাগ প্যাটেল৷ নাম না করে মমতার টিপ্পনি, ‘‘বিজেপির ওয়াশিং মেশিনে- এক প্যাটেল ভিতরে গিয়ে এখন দুর্নীতিমুক্ত!’’ পর্য্যবেক্ষকদের মতে, মুখ্যমন্ত্রী বোঝাতে চেয়েছেন যাঁরা বিজেপির কথা মতো দলবদল করছেন না বেছে বেছে তাঁদের দিকেই লেলিয়ে দেওয়া হচ্ছে এজেন্সি৷ তবে এমন পরিস্থিতিতেও অনেকে যে শিরদাঁড়া সোজা রেখে লড়ছেন, কেজরিওয়ালের প্রসঙ্গ টেনে সেটাও স্পষ্ট করতে চেয়েছেন মমতা৷ উল্লেখ্য, গ্রেফতারির পর জেল থেকেই সরকারের কাজকর্ম সামলাচ্ছেন কেজরিওয়াল৷ মমতা বলেন, ‘‘সারা দেশে বিজেপির এই এজেন্সি রাজ শুরু হয়েছে৷ বাংলা তার ব্যতিক্রম নয়৷ ভোটের মুখে দলের নেতা-কর্মীদের বাডি়তে এজেন্সি লেলিয়ে দেওয়া হচ্ছে৷’’ সম্প্রতি রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপের বাডি়তে টানা সাডে় তিন দিন তল্লাশি চালিয়েছিল আয়কর বিভাগ৷ পরে খালি হাতেই ফিরতে হয় তদন্তকারীদের৷ তৃণমূল নেত্রীর কথায়, ‘‘তিনদিন একটা পরিবারকে বাথরুম পর্যন্ত ব্যবহার করতে দেয়নি৷ রান্নাঘরেও যেতে দেয়নি৷ বাডি়র বাচ্চাগুলো পর্যন্ত না খেয়ে থেকেছে, আর এজেন্সির লোকেরা বাইরে থেকে ২০-২৫ হাজার টাকার বিল করে খাবার নিয়ে এসে নিজেরা খেয়েছে৷’’ মহুয়া মৈত্রর প্রসঙ্গ টেনে মমতা বলেন, ‘‘লোকসভা থেকে তাডি়য়েও শান্তি হয়নি৷ তল্লাশির নামে ওর বাবা-মাকে পর্যন্ত হেনস্থা করেছে৷’’