• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

সিবিআই-এর আবেদনে কেজরি আরও ১৪ দিন জেলে

দিল্লি, ২৯ জুন: সিবিআই-এর আবেদনে সাড়া দিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আরও ১৪ দিন জেল হেফাজতে থাকার নির্দেশ দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত৷ শনিবার কেজরিওয়ালকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ সেই আবেদনের শুনানির পর আদালত কেজরিওয়ালকে আর ১৪ দিন হাজতবাসের আদেশ দেন৷ উল্লেখ্য, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় কেজরিকে গ্রেফতার করেছিল ইডি৷

দিল্লি, ২৯ জুন: সিবিআই-এর আবেদনে সাড়া দিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আরও ১৪ দিন জেল হেফাজতে থাকার নির্দেশ দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত৷ শনিবার কেজরিওয়ালকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ সেই আবেদনের শুনানির পর আদালত কেজরিওয়ালকে আর ১৪ দিন হাজতবাসের আদেশ দেন৷

উল্লেখ্য, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় কেজরিকে গ্রেফতার করেছিল ইডি৷ বর্তমানে এই ঘটনার তদন্তভার সিবিআই-এর হাতে৷ তিন দিন আগে গত ২৬ জুন একই মামলায় আম আদমি পার্টির সর্বময় কর্তাকে আদালতে গিয়ে গ্রেফতার করে সিবিআই৷ তাঁরা তাঁকে তিন দিনের হেফাজতেও পেয়েছিল৷ সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর শনিবার কেজরিকে আদালতে হাজির করানো হয়৷ আরও ১৪ দিন তাঁকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক৷ আগামী ১২ জুলাই পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রীকে তিহাড় জেলেই থাকতে হবে৷ হেফাজতের মেয়াদ শেষ হলে ওই দিন দুপুর ২টো নাগাদ জেল থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আবার কেজরিকে আদালতে হাজির করানো হবে৷