নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে উঠে হকার বিষয়ক মামলা। তবে এদিন হকার উচ্ছেদ নিয়ে স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপে সাড়া দিল না আদালত। গত দুই দিন ধরে কলকাতা মহানগর ও আশপাশে হকার উচ্ছেদের নামে যেভাবে উচ্ছেদ অভিযান চলছে, তা রুখতে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চাওয়া হয়।
আইনজীবী সামিম আহমেদ মামলাটি উল্লেখ করেন হাইকোর্টে। তিনি একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করতে চেয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। ওই আইনজীবী আর্জি জানান, ‘ দখলদার উচ্ছেদের নামে আইনের পদ্ধতি মানা হচ্ছে না। পুলিশের বর্বরতা বন্ধ হোক’।
তাঁর দাবি, গত দুদিন ধরে পুলিশ সর্বত্র যে ভাবে হকারদের উচ্ছেদ করছে, কোনটা বৈধ? কোনটা অবৈধ? তা দেখা হচ্ছে না, নাগরিক অধিকার লঙ্ঘিত হচ্ছে’।এই আর্জির ভিত্তিতে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন ,’ এটা কোনও একটা নির্দিষ্ট জায়গার ঘটনা নয়। তাই এটা জনস্বার্থ মামলা হিসাবে দাখিল করা উচিত’।
মামলা করতে হলে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি।চলতি সপ্তাহে গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর থেকেই শহরের বিভিন্ন প্রান্তে চলছে হকার উচ্ছেদ। মঙ্গলবার পুলিশের তরফ থেকে হকারদের গিয়ে জায়গা সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।