নিজস্ব প্রতিনিধি— মঙ্গলবার কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে উঠে তমলুক লোকসভা আসনে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দাখিল মামলা৷ এদিন ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি জয় সেনগুপ্ত৷ একসময়ের ‘সহকর্মী’, তাই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলা শুনতে পারবেন না বলে জানিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত৷ প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দিলেন মামলা৷ গত সোমবারই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজের দাবি জানিয়ে তিনি মামলা দায়ের করেন৷ তাঁর দাবি, ‘এফআইআর দায়ের হওয়ায় নির্বাচনী কাজে সমস্যা হচ্ছে’৷ বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলা দায়ের হয়৷ মঙ্গলবার সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল৷ কিন্ত্ত সে মামলা ব্যক্তিগত কারণ দেখিয়ে শুনলেন না বিচারপতি জয় সেনগুপ্ত৷
উল্লেখ্য, গত ৫ মে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে খুনের চেষ্টা, হামলা ও ভাঙচুর-সহ একাধিক ধারায় মামলা এফআইআর দায়ের হয়৷ বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন জমা দেওয়ার দিনই গন্ডগোলের সূত্রপাত৷ মিছিল করে মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ সেদিন তমলুক হাসপাতাল মোডে় বিক্ষোভ দেখাচ্ছিলেন চাকরিহারা শিক্ষকদের একাংশ৷ মনোনয়নের মিছিল সেখানে পৌঁছতেই চাকরিহারা শিক্ষকরা বিক্ষোভ দেখান৷ তখন স্লোগান, পাল্টা স্লোগান শুরু হয়৷ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ ধাক্কাধাক্কি-ধস্তাধস্তি, এমনকি ইটও ছোড়া হয় বলে অভিযোগ৷ তাতে অনশন মঞ্চে থাকা চাকরিহারাদের কয়েকজন আহত হন বলে অভিযোগ৷ তারপর প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা আসনে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়-সহ কয়েক জন বিজেপি কর্মীর বিরুদ্ধে তমলুক থানায় এফআইআর দায়ের হয়৷ এই মামলা খারিজ করার জন্য হাইকোর্টের দ্বারস্থ হন একদা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ এখন দেখার প্রধান বিচারপতি এই মামলার শুনানির জন্য কোন বেঞ্চে এই মামলা পাঠান?