• facebook
  • twitter
Friday, 22 November, 2024

সন্দেশখালি মামলায় হাইকোর্টের রায় আপাতত বহাল, জুলাইয়ে শুনানি

নিজস্ব প্রতিনিধি— সোমবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে ওঠে সন্দেশখালি মামলা৷ এই মামলার শুনানি আপাতত মুলতুবি হয়ে গেল সুপ্রিম কোর্টে৷ পরবর্তী শুনানি গ্রীষ্মকালীন ছুটির পর আগামী জুলাই মাসে হবে৷ এরফলে আপাতত খুব একটা স্বস্তি হল না রাজ্যের৷ রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি শুনানি পিছনোর আবেদন জানান৷ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এসেছে যা শুনানিতে পরবর্তী ক্ষেত্রে

নিজস্ব প্রতিনিধি— সোমবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে ওঠে সন্দেশখালি মামলা৷ এই মামলার শুনানি আপাতত মুলতুবি হয়ে গেল সুপ্রিম কোর্টে৷ পরবর্তী শুনানি গ্রীষ্মকালীন ছুটির পর আগামী জুলাই মাসে হবে৷ এরফলে আপাতত খুব একটা স্বস্তি হল না রাজ্যের৷ রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি শুনানি পিছনোর আবেদন জানান৷ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এসেছে যা শুনানিতে পরবর্তী ক্ষেত্রে প্রাসঙ্গিক হতে পারে বলে তিনি৷ জানান৷ আপাতত দু’ সপ্তাহ শুনানি পিছনোর আবেদন জানান তিনি৷ তবে সিংভির আবেদনের বিরোধিতা করেন কেন্দ্রের আইনজীবী৷ তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টে বিচারাধীন এই বিষয়কে কাজে লাগিয়ে হাইকোর্টে যেন মামলা প্রভাবিত করার চেষ্টা না হয়’৷ সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে গ্রীষ্মকালীন ছুটির পর জুলাই মাসে পরবর্তী শুনানি হবে৷ এর ফলে এখন সিবিআই তদন্তই চলবে৷ একই সঙ্গে এদিন সুপ্রিম কোর্টে প্রশ্ন ওঠে, জমি কেডে় নেওয়া নিয়েও৷

একই সঙ্গে সুপ্রিম-আদালত স্পষ্ট করে দিয়েছে, ‘সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন হলেও তাকে কোনওভাবেই হাইকোর্টের নির্দেশ বা শুনানির ক্ষেত্রে হাতিয়ার করা যাবে না৷ অর্থাৎ সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন, এমন রক্ষাকবচ দেখিয়ে হাইকোর্টের কোনও নির্দেশকে অবমাননা করা চলবে না’৷ সন্দেশখালি মামলায় কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল৷ তারই বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার৷ সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গাভাই এবং সন্দীপ মেহেতার এজলাসে এই মামলার শুনানি হয়৷ সন্দেশখালিতে জমি দখল এবং মহিলাদের নির্যাতনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য৷

তবে সুপ্রিম কোর্ট পিছিয়ে দিয়েছে শুনানি৷ পরবর্তী শুনানি হবে জুলাই মাসে৷ তবে এর মধ্যে তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে শীর্ষ আদালত৷ জমি, ভেডি় দখলের অভিযোগের পর সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগের তদন্তও সিবিআই-কে দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ এই দায়িত্ব পাওয়ার পর গত বৃহস্পতিবারই নারী নির্যাতন ইসু্যতে এফআইআর দায়ের করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ সিবিআই তদন্তের বিরোধিতা জানিয়ে রাজ্য সরকার গত শুক্রবার শীর্ষ আদালতে মামলা করে৷ ওইদিনই সন্দেশখালির দাপুটে নেতা শাহজাহান শেখ ঘনিষ্ঠ নেতার বাডি় থেকে উদ্ধার হয় বিদেশি অস্ত্র৷ আগামী জুলাই মাসে এই মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে৷