শান্তনু ঠাকুরের মিছিলের সময় জয় বাংলা স্লোগান, হাতাহাতি

নিজস্ব সংবাদদাতা, নদিয়া, ১৮ মে – বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের মিছিল যাওয়ার সময় জয় বাংলা স্লোগান৷ স্লোগান শুনেই ক্ষেপে লাল বিজেপির কর্মী, সমর্থকরা৷ শুরু হয় দু’পক্ষের হাতাহাতি, ধাক্কাধাক্কি৷ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ ঘটনাটি ঘটেছে, কল্যাণীর গয়েশপুরের ১ নম্বর ওয়ার্ডের কানপুর এলাকায়৷

প্রচারের শেষ দিন৷ রাজনৈতিক দলগুলি সকাল থেকেই রাস্তায় নেমে শুরু করে প্রচার৷ শনিবার সকালে কল্যাণী সেন্ট্রাল পার্ক থেকে বিশাল বাইক মিছিল বের করে গেরুয়া শিবির৷ সামনে ছিলেন বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর৷ পিছিয়ে ছিল না তৃণমূলও৷ তারা কোথাও বাইক মিছিল আবার কোথাও মাইক মিটিংও করেছে৷ বিজেপির মিছিল গয়েশপুরে পৌঁছতেই শুরু হয় গণ্ডগোল৷ বিজেপির মিছিল যেতেই মিছিলের পাশ থেকে জয় বাংলা স্লোগান ওঠে৷ স্লোগান দেন তৃণমূলের কর্মী, সমর্থকরা৷ এমনকি বিজেপির মিছিলের মাইক বন্ধ করতে বলা হয় বলে অভিযোগ বিজেপির৷ এরপরই উত্তেজিত হয়ে পড়েন বিজেপির কর্মী, সমর্থকরা৷ শুরু হয় তৃণমূল বনাম বিজেপির বচসা৷ ধাক্কাধাক্কি৷ যদিও ঘটনাস্থলে পুলিশ থাকায় দ্রুত সরিয়ে দেওয়া হয় দু’পক্ষকেই৷

এই ঘটনার পরিপ্রেক্ষিতে শান্তনু ঠাকুর বলেন, তৃণমূলের হার্মাদদের পায়ের তোলার মাটি সরে গিয়েছে৷ ভয় পেয়েছে তৃণমূল৷ তাই এই ধরনের ঘটনা ঘটেছে৷


যদিও স্থানীয় তৃণমূল কর্মী গোঁসাই কর্মকার বলেন, আমাদের মাইক প্রচার চলছিল৷ সেই সময় আমরা বিজেপি কর্মীদের বলি, আমাদেরও প্রচার চলছে তোমরা মাইকটা একটু আস্তে করো৷ এটা শুনেই বিজেপির কর্মী সমর্থকরা আমাদের মারতে শুরু করে৷

এই ঘটনায় ভোটের আগেই ফের আবহাওয়া গরম হয়ে উঠলো গয়েশপুরে৷
পুলিশ সূত্রে খবর, কোনো অভিযোগ হয়নি, কোনো আহত হয়নি, মিছিলে কোনো হামলা হয়নি৷ তবুও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে৷