দিল্লি, ২ জুলাই: নিট থেকে শেয়ার, বিতর্কে বিরোধীদের নিশানায় ৩.০ মোদি সরকার৷ যার অযথা হল না মঙ্গলবারও৷ এদিন সংসদের যৌথ অধিবেশনে বক্তৃতা দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু৷ তার সেই বক্তৃতার ধন্যবাদ প্রস্তাব নিয়ে বিতর্ক চলাকালীন তাতে অংশ নিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তীব্র কটাক্ষে জেরবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বিতর্ক চলাকালীন কল্যান বন্দ্যোপাধ্যায় মোদিকে গত সরকারের প্রতিশ্রুতি থেকে শুরু করে বিরোধীদের কণ্ঠরোধ সবকিছুকে নিশানা করেন৷
তিনি খেলার ছলেই মোদিকে বিঁধে বলেন, “উনি বলেছিলেন, এবার চারশ পার হবে৷ খেলা শুরু হয়ে গেছিল৷ চু থেকে যদি চারশ ধরা হয়, তা হলে কিৎ কিৎ থেমে গেল ২৪০-এ’৷ মোদীর উদ্দেশে কল্যাণ বলেন, “আপনি কোনও প্রতিশ্রুতিই পূরণ করতে পারেননি৷ আপনার ‘মন কি বাত’ হোক বা দিল কি বাত—কিছুই পূরণ হয়নি৷’ এদিন দেখা যায়, কল্যাণ যখন বক্তৃতা দিচ্ছেন তখন তা হাসিমুখে শুনছেন মহুয়া মৈত্র৷ সেই সঙ্গে বিরোধী বেঞ্চে বসে হাসছিলেন তৃণমূলের বাকি সাংসদরাও৷ তবে এই সময় তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কেই একমাত্র গম্ভীর মুখে বসে থাকতে দেখা যায়৷
উল্লেখ্য, সোমবার লোকসভায় এই বিতর্কে তৃণমূলের তরফে অংশ নিয়েছিলেন মহুয়া মৈত্রও৷ তাঁর বক্তৃতাতেও উঠে এসেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ৷ এমনকী তাঁকে বলতে শোনা যায়, দ্রৌপদীর মতো আমার বস্ত্রহরণ করা হয়েছিল৷ আমাকে পরাস্ত করতে কৃষ্ণনগরে দু’বার প্রচারে গিয়েছিলেন নরেন্দ্র মোদি৷ কিন্ত্ত জনতা কৃষ্ণ হয়ে আমাকে রক্ষা করেছে৷