• facebook
  • twitter
Friday, 22 November, 2024

নির্বাচনে দাঁড়িয়ে সংবিধানের অপমান করছেন: কাকলি

বিজেপি প্রার্থী স্বপন মজুমদারকে প্রশান্ত দাস বারাসাতে নির্বাচন রয়েছে সপ্তম অর্থাৎ সর্বশেষ দফায়৷ তাই এর প্রস্তুতিও এখন তুঙ্গে৷ বারাসাত কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডা. কাকলি ঘোষ দস্তিদারের টার্গেট এখন একটাই, গত তিনবারের মতোই চতুর্থবারও ব্যাপক মার্জিনে বারাসাত জয়৷ আর নিজ টার্গেটকেই বাস্তবায়িত করতে রাজনীতির মাঠে ময়দানে নেমে পড়েছেন কাকলি৷ সেই উদ্দেশ্যেই সোমের বিকেলে লেকটাউনের বিভিন্ন এলাকায়

বিজেপি প্রার্থী স্বপন মজুমদারকে

প্রশান্ত দাস

বারাসাতে নির্বাচন রয়েছে সপ্তম অর্থাৎ সর্বশেষ দফায়৷ তাই এর প্রস্তুতিও এখন তুঙ্গে৷ বারাসাত কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডা. কাকলি ঘোষ দস্তিদারের টার্গেট এখন একটাই, গত তিনবারের মতোই চতুর্থবারও ব্যাপক মার্জিনে বারাসাত জয়৷ আর নিজ টার্গেটকেই বাস্তবায়িত করতে রাজনীতির মাঠে ময়দানে নেমে পড়েছেন কাকলি৷ সেই উদ্দেশ্যেই সোমের বিকেলে লেকটাউনের বিভিন্ন এলাকায় তিনি করেন রোডশো৷ সুসজ্জিত হুডখোলা গাড়িতে কাকলির সাথে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বোসও৷ গাড়ি থেকে সাধারণ মানুষের দিকে হাত নাড়িয়ে, করজোড়ে প্রণাম জানিয়ে জনসমর্থন আদায় করেন কাকলি৷ সাধারণ মানুষ কাকলির দিকে ছুঁড়ে দেন ফুল, কেউ বা এগিয়ে এসে তাঁকে উপহার হিসেবে দেন ফুলের তোড়া৷ কাকলির গাড়িকে কেন্দ্র করে এদিন রাস্তায় তৈরি হয় জনপ্লাবন৷

এদিন রোড শো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধীদের আক্রমণ শানান কাকলি৷ বারাসাত কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার নির্বাচনে দাঁড়িয়ে সংবিধানের অপমান করছেন, দাবি কাকলির৷ এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তিনি (স্বপন) কোন মুখে দুর্নীতির বিরুদ্ধে সরব হচ্ছেন জানিনা৷ এক কান কাটা হলে এক রকম, দু’কান কাটাদের তো লজ্জা থাকে না৷ তিনি দু’কান কাটা৷ মাদক পাচারের অভিযোগে অভিযুক্ত তিনি, পাশাপাশি মুখ্যমন্ত্রী থেকে অন্যান্য তৃণমূল নেতৃত্বদের কুকথা বলেছেন৷ সুতরাং এমন একজন মানুষের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নামার অর্থ সংবিধানকে অপমান করা৷’ সাংসদ হিসেবে তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়েও স্বপনকে কটাক্ষ করেন কাকলি৷ তাঁর ভাষায়, ‘এটি বিজেপির রাজনৈতিক দেউলিয়াপনা যে তাঁরা বারাসাতের শুভবুদ্ধিসম্পন্ন ভোটারদের এমন একটা সংকটে ফেলে দিয়েছেন যেখানে তাঁরা নিম্নমানের একজন প্রার্থীকে যোগ্য বলে মনে করেছেন৷ বিজেপি প্রার্থী (স্বপন) হাবড়ার কোনও এক স্কুল থেকে অষ্টম শ্রেণি পাস না করেই জাল সার্টিফিকেট ব্যবহার করে উন্নীত হওয়ার চেষ্টা করেছিলেন৷ এটি তাঁদের দলের নেতৃত্বরাই জানিয়েছেন৷’ পাশাপাশি এদিন বারাসাত কেন্দ্রের আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জীকেও ‘বহিরাগত’ বলে কটাক্ষ করেন তৃণমূল প্রার্থী কাকলি৷

আইএসএফ প্রার্থীকে বারাসাতের মানুষ চেনেন না, জানেন না সুতরাং তাঁর সাথে কাকলির কোনো তুলনাই হয়না৷ তিনি সারাবছর সাধারণ মানুষের সাথে থেকে কাজ করেন, মন্তব্য কাকলির৷ সিপিএম কেও আক্রমণ করে তিনি বলেন, ‘সিপিএম নেতৃত্বরা যেন কোনো বড়ো বড়ো কথা না বলেন৷ বাম আমলেই নারী নির্যাতন থেকে নারী পাচারের সংখ্যা বেড়েছিল৷ রাস্তা, বিদু্যৎ, পানীয় জল কোনো কিছুর পরিষেবাই সে সময় সাধারণ মানুষ ঠিকঠাক পেতেন না৷’

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে লক্ষীর ভান্ডারের গুণাবলী, উপকারীতা ব্যাখ্যা করতে শোনা যায় কাকলিকে৷ তাঁর মতে, ‘এটি যুগান্তকারী প্রকল্প যার ফলে মহিলাদের হাতে সরাসরি টাকা আসছে, মহিলাদের ক্ষমতায়ন হচ্ছে৷’ পাশাপাশি বিজেপির রাজনৈতিক মতাদর্শ নিয়েও সরব হন কাকলি৷ তিনি বলেন, ‘বিজেপি কেবল ধর্মের নামে, জাতির নামে দেশ ভাগ করতে চায়৷ আম্বেদকর রচিত সংবিধানকে বদলাতে চায় যা আমরা কখনও ভাবিও নি৷ দেশের মৌলিক সমস্যাগুলি উপেক্ষিত বিজেপির কাছে৷ আমরা যাঁরা সংবিধান মেনে রাজনীতি করি তাঁরা বিজেপির জাতপাত, ধর্ম নিয়ে করা নিকৃষ্ট রাজনৈতিক মতাদর্শকে ধিক্কার জানাই৷’ কেন্দ্র সরকারের মিথ্যে প্রতিশ্রুতিগুলি একে একে বলে বিজেপির বিরুদ্ধে গর্জে ওঠেন তিনি৷ ‘বিজেপি যা বলছে সব মিথ্যে কথা’, দাবি কাকলির৷

এদিন বিজেপিকে আক্রমণ করেই অভিষেক বন্দোপাধ্যায়ের কণ্ঠে শোনা শায়েরি কাকলিকেও বলতে শোনা যায়৷ তিনি বলেন, ‘কিরায়েদার হ্যায়, জাতি মকান থোডি় হ্যায়, হিন্দুস্তান সভি কা, কিসি কে বাপ কা থোডি় হ্যায়৷’ তিনি সিএএ-এর বিরুদ্ধেও প্রতিবাদের আওয়াজ তোলেন, বিজেপি নেত্রী দীপা চক্রবর্তী যিনি বলেছিলেন বিজেপি ক্ষমতায় আসলে লক্ষীর ভান্ডার বন্ধ করে দেবে, তাঁর বিরুদ্ধেও আক্রমণ শানান কাকলি৷ ‘একশো শতাংশ জিতছি, ২ লক্ষ ভোটের ব্যবধানে জিতছি’, রোডশো শেষে আত্মবিশ্বাসী কাকলি এমনটাই বলেন৷ এদিন মন্ত্রী সুজিত বোস কাকলির সমর্থনে নির্বাচনী প্রচারে পা মেলান৷ হুডখোলা গাড়ি থেকেই তিনি কাকলির উন্নয়নমূলক কার্যের খতিয়ান তুলে ধরেন সাধারণ মানুষের সামনে৷