নিরপরাধ মানুষদের বন্দুকের নলের সামনে রাখা হচ্ছে: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, কলকাতা, ১৪ জুন– ভোট মিটলেও জেলায় জেলায় ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ উঠেছে। শাসকদল তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগে আগে থেকেই সরব বিরোধীরা। এবার এব্যাপারে রাজ্যের বিরুদ্ধে বড় অভিযোগ আনলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল জানিয়েছেন,”ভোট মিটলেও বাংলার অশান্তি থামেনি। নিরপরাধ মানুষদের বন্দুকের নলের সামনে রাখা হচ্ছে। প্রশাসন নিষ্ক্রিয় হওয়ায় বাংলার গণতন্ত্র লঙ্ঘিত হচ্ছে।”

রাজ্যপাল এও বলেন,”রাজ্য সরকার সাংবিধানিক কর্তব্য পালনে ব্যর্থ।” অবিলম্বে প্রশাসন সক্রিয় না হলে কড়া পদক্ষেপেরও হুঁশিয়ারি শুনিয়েছেন রাজ্যপাল। যদিও রাজ্যের সাংবিধানিক প্রধানের এদিনের বক্তব্যকে ‘বিজেপির প্রতিক্রিয়া’ বলে কটাক্ষ করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল বলেন,”উনি বরং রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপির হয়ে মন দিয়ে রাজনীতি করুন!” কুণালের দাবি, “বাংলায় কেউ ঘরছাড়া নেই। ভোটে হারের পর নজর ঘোরাতে বিজেপি কিছু লোককে কলকাতায় এনে থাকা-খাওয়ার ব্যবস্থা করে ঘরছাড়ার নাটক করছে। রাজ্যপাল নিজের দলের সেই সতীর্থদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।” প্রসঙ্গত, রাজভবনের অদূরে মাহিশ্বরী ভবনে রয়েছেন বিজেপির ঘরছাড়়ারা। এদিন তাঁদের সঙ্গে দেখা করেন রাজ্যপাল। পরে বিকেল সাড়ে চারটেয় রাজভবনে সাংবাদিক বৈঠক করেন রাজ্যপাল।