শিয়ালদহ স্টেশনে ট্রেনের বগি বৃদ্ধি, প্লাটফর্ম সম্প্রসারণ, কয়েকদিন কিছু ট্রেন বন্ধ

নিজস্ব প্রতিনিধি– এবার টানা সাডে় তিন দিন শিয়ালদহ উত্তর অর্থাৎ শিয়ালদহ-বনগাঁ শাখায় বেশ কিছু ট্রেন চলাচল বন্ধ থাকবে৷ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্তও করা হচ্ছে৷ সেগুলি শিয়ালদহর পরিবর্তে দমদম এবং দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত চলাচল করবে৷ বুধবার মধ্যরাত থেকে রবিবার দুপুর পর্যন্ত এই ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে রেলের তরফে জানানো হয়েছে৷ তবে কোন কোন ট্রেন বন্ধ থাকবে তা নির্দিষ্ট করে জানানো হয়নি৷ এ ব্যাপারে নিজের নিকটবর্তী স্টেশন থেকে জেনে নেওয়ার কথা বলা হয়েছে৷ রেলের দাবি, ১ জুলাই থেকে শিয়ালদহ শাখার সমস্ত লোকাল ট্রেন ১২ বগির হয়ে যাবে৷ এদিকে শিয়ালদহর ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম ১২ বগির ট্রেন দাঁড়ানোর মতো দৈর্ঘ্যে ততটা বড় নয়৷ ওই প্ল্যাটফর্ম সম্প্রসারণের কারণেই বুধবার মধ্যরাত থেকে টানা সাডে় তিন দিন কিছু লোকাল ট্রেন বাতিল এবং কিছু লোকাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে রেল৷ পূর্ব রেলের শিয়ালদহ শাখায় তিনটি লাইনের মধ্যে শিয়ালদহ দক্ষিণের সমস্ত ইএমইউ ট্রেনকে ১২ বগির হলেও বাকি দুই বিভাগের সব ট্রেন ১২ বগির ছিল না৷ যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য পূর্ব রেল কামরার সংখ্যা বৃদ্ধির কথা ভাবলেও তা বাস্তবায়িত করা সহজ ছিল না৷ কারণ, ট্রেনের কামরা বাড়লে ট্রেনের দৈর্ঘ্য বাড়বে৷ অথচ শিয়ালদহের এই দুই বিভাগের সমস্ত প্ল্যাটফর্মের দৈর্ঘ্যে ততটা বড় নয়৷ তাই প্রথমে প্ল্যাটফর্মগুলির দৈর্ঘ্য বাড়ানো কাজ শুরু হয়৷ পাশাপাশি চলতে থাকে সংশ্লিষ্ট ওভারহেড তারের কাজ, সিগন্যাল এবং ইয়ার্ড লে আউটের পরিবর্তনের জন্য নন ইন্টারলকিং সংক্রান্ত নানা কাজও৷ রেল জানিয়েছে, শিয়ালদহ শাখা পূর্ব রেলের অন্যতম ব্যস্ত স্টেশন, তাই এই কাজ সহজ ছিল না৷ মাঝে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৮ মার্চ ভোর পর্যন্ত এবং ১৮ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত বেশ কিছু লোকাল ট্রেন বাতিল ও কয়েকটির যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছিল৷ এবার ৬ জুন থেকে ৯ জুন দুপুর পর্যন্ত একাধিক ট্রেন বাতিল ও কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হল৷