• facebook
  • twitter
Friday, 22 November, 2024

হেলিকপ্টারে আয়কর হানা, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি অভিষেকের

নিজস্ব প্রতিনিধি – পয়লা বৈশাখের দুপুরেই অভিষেক বন্দোপাধ্যায়ের হেলিকপ্টারের ট্রায়াল রানের সময় সেখানে হানা দিয়েছিলেন আয়কর অধিকারিকেরা৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার পরিদর্শনে গেলেন নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াডের তিন সদস্য৷ নির্বাচনের মুখে এই ঘটনায় সরগরম হয়েছে রাজ্য রাজনীতি৷ উল্লেখ্য, সোমবার দুপুর ১২টা নাগাদ বেহালা ফ্লাইং ক্লাবে

নিজস্ব প্রতিনিধি – পয়লা বৈশাখের দুপুরেই অভিষেক বন্দোপাধ্যায়ের হেলিকপ্টারের ট্রায়াল রানের সময় সেখানে হানা দিয়েছিলেন আয়কর অধিকারিকেরা৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার পরিদর্শনে গেলেন নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াডের তিন সদস্য৷ নির্বাচনের মুখে এই ঘটনায় সরগরম হয়েছে রাজ্য রাজনীতি৷

উল্লেখ্য, সোমবার দুপুর ১২টা নাগাদ বেহালা ফ্লাইং ক্লাবে দাঁডি়য়েছিল হেলিকপ্টারটি৷ পরিকল্পনামাফিক অভিষেকের হলদিয়া এবং তমলুক যাওয়ার কথা৷ তার আগেই বেহালা ফ্লাইং ক্লাবে হাজির হলেন নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াডের তিন সদস্য৷ একটি গাডি়তে চেপে কমিশনের তিন প্রতিনিধি সেখানে যান৷ গাডি়টিতে লেখা ছিল ‘ইলেকশন অন ডিউটি’৷ তিন প্রতিনিধির এক জন জানান, তাঁদের সেখানে যেতে বলা হয়েছে এবং দেখতে বলা হয়েছে৷ তবে এর অতিরিক্ত কিছুই জানাননি ওই তিন জন৷ যদিও নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, এই তল্লাশির কাজ শুধু অভিষেকের ক্ষেত্রে নয়, নির্বাচনের সময় সব নেতানেত্রীদের ক্ষেত্রেই হচ্ছে৷

এই ঘটনায় তমলুক থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, “নির্বাচনের মুখে নির্বাচন কমিশন হেলিকপ্টারের তল্লাশি করতেই পারে৷ কিন্ত্ত আমার আপত্তি হলো যখন কিছু পাওয়া গেলো না হেলিকপ্টার থেকে তখনও তার ট্রায়াল রানে অনুমতি দেওয়া হলো না৷ আটক করে রাখা হলো৷ বলা হলো, ওপর থেকে অনুমতি না আসলে ট্রায়াল রান করতে দেওয়া হবে না৷ সেই এক্তিয়ার আয়কর দফতরের নেই৷ এটি আইনত আমরা টেক আপ করবো৷” পাশাপাশি সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷ তিনি কেন্দ্রীয় সংস্থাগুলির অতিসক্রিয়তাকে নিশানা করে বলেন, আয়কর আধিকারিকদের কাছে নাকি অভিযোগ ছিল যে অভিষেকের চপারে টাকা এবং সোনা রয়েছে৷ কিন্ত্ত তল্লাশি চালিয়ে কিছুই পাননি তাঁরা৷ তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, এভাবে কেন কোনো বিজেপি নেতৃত্বের চপারে তল্লাশি চালানো হয় না?

তৃণমূলের বরাবরের অভিযোগ, বিজেপি কেন্দ্রীয় সংস্থাগুলিকে অপব্যবহার করছে৷ টার্গেট করা হচ্ছে কেবল বিজেপি বিরোধীদেরই৷ এই অভিযোগ যেন বারংবার সত্য প্রমাণিত হচ্ছে৷ অভিষেকের পর কেন্দ্রীয় সংস্থার নিশানায় পড়লেন রাহুল গান্ধি৷ তবে কংগ্রেস সাংসদের কপ্টারে আয়কর তল্লাশি নয়, হানা দিয়েছে নির্বাচন কমিশনের ‘ফ্লাইং স্কোয়াড’৷ সোমবার নিজের কেন্দ্র কেরলের ওয়ানাডে় যাওয়ার পথে রাহুলের কপ্টারে তল্লাশি চালানো হয়৷ উল্লেখ্য, ভোটের প্রচারের জন্য কপ্টার ভাড়া নিয়ে থাকেন রাজনৈতিক নেতা-নেত্রীরা৷ তাই দলের ভাড়া নেওয়া রাহুলের সেই চপারে হানা দেয় ‘ফ্লাইং স্কোয়াড’৷ অভিষেকের মতোই এক্ষেত্রেও হেলিকপ্টারের সমস্ত কাগজপত্র থেকে জরুরি নথি খতিয়ে দেখেন তাঁরা৷ যদিও শুধু অভিষেক কিংবা রাহুল নন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের ছেলে উদয়নিধির হেলিকপ্টারেও তল্লাশি অভিযান চালিয়েছে নির্বাচন কমিশন৷

উল্লেখ্য, রবিবার বেহালা ফ্লাইং ক্লাবেই চলছিল হেলিকপ্টারটির ট্রায়াল রান৷ সে সময়ই হঠাৎ সেখানে হানা দেয় আয়কর আধিকারিকেরা৷ ট্রায়ালের আগেই কপ্টারের ভেতরে প্রবেশ করে প্রতিটা কোণায় তল্লাশি চালান এমনকি প্রত্যেকটি ব্যাগ খুলে দেখেন তাঁরা৷ সে সময় অভিষেকের নিরাপত্তারক্ষীদের ভিতরে ঢুকতে বাধা দেওয়া হয়৷ আর তারপরই নিরাপত্তারক্ষীরা জানতে চান কেন এই তল্লাশি করা হচ্ছে৷ এই প্রসঙ্গকে কেন্দ্র করেই দু পক্ষের মধ্যে বচসা বাধে৷ তৃণমূলের অভিযোগ, নিরাপত্তারক্ষীদের করা ভিডিও জোরপূর্বক ডিলিট করানো হয়৷