রাজ্য পুলিশের ডিজি পদে বীরেন্দ্রর পুনর্বহাল নিয়ে টুইট করে রাজ্য সরকারের সমালােচনা করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। টুইটে তিনি লেখেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উচিত ভারপ্রাপ্ত কাউকে অস্থায়ী ভিত্তিতে নিয়ােগ না করে ইউপিএসসি প্যানেলের মধ্যে থেকে ১ জনকে ডিজিপি পদে নিয়ােগ করা।’
সুপ্রিম কোর্টের নির্দেশ মানা উচিত রাজ্য সরকারের। ২০১৯ সালের ৬ জানুয়ারি পশ্চিমবঙ্গ সরকারের আবেদন নাকচ করেছিল সুপ্রিম কোর্ট।
প্রসঙ্গত, বীরেন্দ্র ছিলেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা। তার পরে তাঁকে রাজ্য পুলিশের ডিজি পদে নিয়ােগ করেন মমতা। বিধানসভা নির্বাচনের আগে তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। যদিও ভােট মিটতেই বীরেন্দ্রকে ফের ডিজি পদে ফিরিয়ে আনেন মমতা।