• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

বাজেটে উচ্চশিক্ষার ক্ষেত্রে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পড়ুয়াদের

দিল্লি, ২৩ জুলাই: ২০২৪-২৫ বাজেটে কেন্দ্রীয় সরকার দেশীয় প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিয়ে পড়ুয়াদের জন্য আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছে ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন মঙ্গলবার বাজেট পেশ করার সময় বলেছেন, দেশীয় প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে আর্থিক সহায়তা দেবে কেন্দ্র৷ এর পাশাপাশি, ২০২৪-২৫ এর কেন্দ্রীয়

দিল্লি, ২৩ জুলাই: ২০২৪-২৫ বাজেটে কেন্দ্রীয় সরকার দেশীয় প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিয়ে পড়ুয়াদের জন্য আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছে ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন মঙ্গলবার বাজেট পেশ করার সময় বলেছেন, দেশীয় প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে আর্থিক সহায়তা দেবে কেন্দ্র৷ এর পাশাপাশি, ২০২৪-২৫ এর কেন্দ্রীয় বাজেটে দেশের শিক্ষা, কর্মসংস্থান এবং দক্ষতা বৃদ্ধির উপর বিশেষ জোর দেওয়া হয়েছে৷ এর জন্য এই বাজেটে ১.৪৮ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ লোকসভায় বাজেট পেশ করে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন যে, এই বরাদ্দ অর্থ দেশের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন, এমএসএমই এবং মধ্যবিত্তের স্বার্থে ব্যয় করা হবে৷ এর সঙ্গেই তিনি বলেন, কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা পাঁচ বছরের জন্য বাডি়য়ে দিয়েছে যার মাধ্যমে দেশের ৮০ কোটি মানুষ উপকৃত হচ্ছেন ৷

অর্থমন্ত্রী বলেছেন, ‘২ লক্ষ কোটি টাকা কেন্দ্রীয় ব্যয়ে ৫ বছরের মধ্যে ৪.১ কোটি যুবক-যুবতীর ভবিষ্যত সহায়ক ৫ টি প্রকল্প গড়া হবে৷ বাজেটে কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন, এমএসএমই এবং মধ্যবিত্তের স্বার্থের উপর জোর দেওয়া হয়েছে৷ ২০২৫ অর্থবর্ষের বাজেট শিক্ষা এবং কর্মসংস্থান এবং দক্ষতা উন্নয়নের জন্য ১.৪৮ লক্ষ কোটি টাকা প্রদানের জন্য ফেব্রুয়ারির অন্তর্বর্তী বাজেটে ঘোষিত বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন এখনও চলছে৷’

কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ‘অন্তর্বর্তীকালীন বাজেটেই দরিদ্র, নারী, যুবক ও কৃষকদের দিকে বিশেষ নজর দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে ৷ ভারতকে শক্তিশালী উন্নয়ন এবং সর্বাত্মক সমৃদ্ধির পথে নিয়ে যেতে দেশের মানুষ মোদি সরকারকে সুযোগ দিয়েছে৷’