• facebook
  • twitter
Friday, 22 November, 2024

উত্তরবঙ্গে বললেন মমতা, ‘ভোটটা এবার আর বিজেপিকে দেবেন না’

নিজস্ব প্রতিনিধি— বাংলায় তিন কেন্দ্রে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুডি়তে ১৯ এপ্রিল প্রথম দফায় ভোট৷ শনিবার জলপাইগুডি় লোকসভা কেন্দ্রের প্রার্থী নির্মলচন্দ্র রায়ের হয়ে ডাবগ্রাম-ফুলবাডি়তে জনসভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর সেই মঞ্চ থেকেই তৃণমূল সুপ্রিমো জনগণের উদ্দেশে প্রশ্ন করলেন, ‘তৃণমূল কী দোষ করেছিল যে পাহাড়, জঙ্গলমহল কোথাও আসন পেল না?’ এরপর তৃণমূলের কাজের খতিয়ান তুলে

নিজস্ব প্রতিনিধি— বাংলায় তিন কেন্দ্রে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুডি়তে ১৯ এপ্রিল প্রথম দফায় ভোট৷ শনিবার জলপাইগুডি় লোকসভা কেন্দ্রের প্রার্থী নির্মলচন্দ্র রায়ের হয়ে ডাবগ্রাম-ফুলবাডি়তে জনসভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর সেই মঞ্চ থেকেই তৃণমূল সুপ্রিমো জনগণের উদ্দেশে প্রশ্ন করলেন, ‘তৃণমূল কী দোষ করেছিল যে পাহাড়, জঙ্গলমহল কোথাও আসন পেল না?’ এরপর তৃণমূলের কাজের খতিয়ান তুলে ধরে সুপ্রিমোর আর্জি, ‘ভোটটা দয়া করে আর বিজেপিকে দেবেন না৷ কাজটা করে তৃণমূলই৷’ ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হন বর্ষীয়ান নেতা তথা মন্ত্রী গৌতম দেব৷ সেবার তৃণমূল সুপ্রিমো যখন তাঁর হয়ে এই ফুলবাডি় এলাকায় প্রচারে যান, তখন মাঠ ছিল ভর্তি৷ অর্থাৎ জনতার সমর্থনের ইঙ্গিত পাওয়া গিয়েছিল৷

কিন্ত্ত ফলপ্রকাশের পর দেখা যায়, গৌতম দেব হেরে গিয়েছেন৷ জিতেছেন একদা তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য, দলবদলকারী শিখা চট্টোপাধ্যায়৷ তিনি গোড়া থেকে তৃণমূলেরই সদস্য ছিলেন৷ একবার পঞ্চায়েত সদস্যও ছিলেন৷ তবে ২০২১ সালে বিধানসভা ভোটের টিকিট না পেয়ে বিজেপিতে নাম লেখান৷ প্রার্থী হয়ে জিতেও যান৷ এই কথা বলে এদিন গৌতম দেবকে মঞ্চে রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সেবার দেখেছিলাম, এই মাঠ ভর্তি লোক৷ কিন্ত্ত পরে দেখলাম, গৌতমদা হেরে গেলেন৷ যাঁকে আপনারা জিতিয়ে বিধায়ক করলেন, তাঁকেও কিন্ত্ত আমি রাস্তা থেকে তুলে এনে আমার দলে ঠাঁই দিয়েছিলাম৷ পরে সে দল ছেডে় বেরিয়ে যায়৷ কী লাভ হল তাঁকে জিতিয়ে? কোনও কাজ করেছে? কাজ করলে জেতাবেন, আমার আপত্তি নেই৷ কিন্ত্ত কাজ তো তৃণমূল করে৷’ এরপর মমতার প্রশ্ন, ‘তৃণমূল কী দোষ করেছিল বলুন? উত্তরবঙ্গের সব আসন বিজেপি পেল, জঙ্গলমহলের সব আসনও বিজেপি পেল৷ কেন তৃণমূল পেল না? কী দোষ ছিল? কাজ তো কিছু কম হয়নি এখানে৷ গজলডোবার ভোরের আলো, দার্জিলিংয়ের সাফারি পার্ক, আলিপুরদুয়ারের সেতু – সব করে দেওয়া হয়েছিল৷’

মমতা আরও বলেন, ‘পেঁয়াজ, আলুর দাম কত? লাফিয়ে লাফিয়ে দ্রব্যমূল্যবৃদ্ধি হচ্ছে৷ এটাই মোদির গ্যারান্টি৷ কাজ করব আমরা আর ওরা ধর্মের নামে স্লোগান দেবে, তাতে পেট ভরবে তো আপনাদের?’ পাশাপাশি, বাম আমলের উত্তরবঙ্গের সঙ্গে বর্তমান উত্তরবঙ্গের উন্নয়নের ব্যাখ্যা তুলে ধরেন মুখ্যমন্ত্রী৷ রেলমন্ত্রী থাকাকালীনও কীভাবে উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশেরে রেলের যোগাযোগ ব্যবস্থা উন্নত করেছিলেন, তারও ব্যাখ্যা দেন ৷ তৃণমূল সুপ্রিমো র কথায়, “যত বেশি আসনে জিতব বাংলার জন্য ততই বেশি কাজ করতে পারব৷ আরও বেশি বাংলার দাবি দিল্লি থেকে আদায় করে আনতে পারব৷” বিজেপি-বাম-কংগ্রেসের আঁতাত নিয়ে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে সর্বভারতীয়স্তরে ভোটের পর ইন্ডিয়া জোটের বার্তাও দিলেন৷মমতার কথায়, “বাংলায় পথ দেখাবে, আমরাই সরকার গড়ব৷ সরকার গড়তে সব ধরনের সহযোগিতা করব৷সর্বভারতীয়স্তরে বিরোধী দলগুলির ইন্ডিয়া জোট সার্বিকভাবে সফল না হলেও ভোটের পর বিজেপিকে ঠেকাতে ফের যে তাঁরা সকলে মিলে জোট বাঁধবেন, সেটাই স্পষ্ট করতে চেয়েছেন মুখ্যমন্ত্রী৷একই সাথে বাংলায় ইন্ডিয়া জোট না হওয়ার ব্যাখ্যাও দিয়ে মমতার অভিযোগ, “বাংলায় সিপিএম, কংগ্রেস বা বিজেপির মধ্যে কোনও ফারাক নেই৷ ওরা রাতের অন্ধকারে নিজেদের মধ্যে গোপন আন্ডারসান্ডিং করে৷”