নিজস্ব প্রতিনিধি— মধ্যরাতে তৃণমূল কর্মীকে বাডি় থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে খুনের অভিযোগ ঘিরে তোলপাড় দুর্গাপুর৷ এলাকারই এক সুদ কারবারির বিরুদ্ধে ওই তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে৷ বুধবার ঘটনা ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা৷ উত্তেজিত জনতা অভিযুক্তের বাডি় ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়৷ জ্বালিয়ে দেওয়া হয় তার গাডি়ও৷
অভিযোগ উঠেছে, প্রথমে ওই তৃণমূল কর্মীকে বাডি় থেকে ডেকে নিয়ে যাওয়া হয়৷ তারপর পিটিয়ে খুন করা হয়েছে৷ ঘটনা ঘিরে তোলপাড় শুরু হয়েছে দুর্গাপুরে৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী, দমকলের একটি ইঞ্জিন৷ ঘটনার তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ৷ দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও এলাকা থমথমে৷ এদিন এই ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কাঁকসা থানার গোপালপুর এলাকায়৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম পবিত্র বিশ্বাস (২৭)৷ আর অভিযুক্ত সুদের কারবারির নাম শম্ভু দাস৷ মৃতের পরিবারের তরফে অভিযুক্তের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে৷ পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, ব্যবসা সংক্রান্ত কারণেই এই খুন৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শম্ভু দাস সুদের কারবার করতেন৷ ওদিকে পবিত্র তৃণমূল কর্মী হিসাবে পরিচিত এলাকায়৷
পবিত্রর পরিবারের অভিযোগ, মঙ্গলবার রাত দেড়টা নাগাদ তাঁকে শম্ভু দাস নামে এক যুবক ফোন করে তাঁকে ডেকে নিয়ে যায়৷ এরপর রাতে আর পবিত্রর খোঁজ পাওয়া যায়নি৷ ভোর ৩টের সময় শম্ভু দাসের বাড়ির সামনে ওই যুবককে গুরুতর আহত অবস্থায় দেখতে পান এলাকাবাসীরা৷ দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ এরপরই ক্ষোভে ফেটে পডে় পবিত্রর পরিবার৷ শম্ভু দাসের বাড়িতে চড়াও হয় স্থানীয় বাসিন্দারা৷ অভিযুক্তের বাড়ি ভাঙচুরের সঙ্গে তাঁর একটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়৷ সকালে এলাকায় উত্তেজনার পরিস্থিতি থাকায় ঘটনাস্থলে যান কাঁকসা থানার এসিপি৷ ঘটনায় রীতিমতো ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসীরা৷ দোষীর দ্রুত শাস্তির দাবি জানাচ্ছেন তাঁরা৷