নিজস্ব প্রতিনিধি— লোকসভা নির্বাচন চলছে সর্বত্র৷ সম্পন্ন হয়েছে চতুর্থ দফা নির্বাচন৷ দফায় দফায় নির্বাচনের মধ্যেই জেলা সফরে আসছেন হেভিওয়েট নেতা-মন্ত্রীরা৷ জঙ্গলমহল পুরুলিয়াও তার ব্যতিক্রম নয়৷ আগামী ২৫মে পুরুলিয়ায় লোকসভা নির্বাচন৷ পুরুলিয়ায় শহরে রোড শো করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পুরুলিয়া শহরের ভিক্টোরিয়া স্কুল থেকে শুরু হয় এই মিছিল৷ শহরের হাসপাতাল মোডে় মিছিলে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা৷ মিছিল শেষ হয় ভগৎ সিং মোডে়৷ তৃণমূল কংগ্রেসের শান্তিরামের লড়াই বিজেপির বিদায়ী সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতোর সঙ্গে৷ মমতার কর্মসূচি ঘিরে রবিবার সকাল থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে পুরুলিয়ায়৷তৃণমূল সুপ্রিমোর পরবর্তী কর্মসূচি ছিল বাঁকুড়ায়৷ তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে বাঁকুড়ার কলেজ মোড় থেকে লালবাজার পর্যন্ত পদযাত্রায় অংশ নেন তিনি৷ মমতার এই কর্মসূচি উপলক্ষে বাঁকুড়া শহরকে সাজিয়ে তুলেছিলেন তৃণমূলের নেতা-কর্মীরা৷ দলীয় পতাকা, ফ্লেক্স, ফেস্টুনে শহরের রাস্তা ঢেকে গিয়েছে৷ মমতা রাজপথে নামা মানে লক্ষাধিক মানুষের সমাগম৷ এদিন কার্যত জনস্রোতের সাক্ষী থাকল শহর পুরুলিয়া এবং বাঁকুড়া৷ এদিন মমতার পদযাত্রায় ভিড় উপচে পডে়ছিল৷ শহরের সব ওয়ার্ডের কর্মী সমর্থকরা এই পদযাত্রায় অংশ নেন৷
মমতার কর্মসূচি ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে৷ যুব আর মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরাও এদিন ময়দানে নামেন৷ এদিন নেত্রীর পদযাত্রায় লক্ষাধিক কর্মী সমর্থকের ভিড় হয়৷ পুরুলিয়া শহর ছাড়াও বিভিন্ন পঞ্চায়েত এলাকার বাসিন্দারা এই কর্মসূচিতে শামিল হন৷ কার্যত জনজোয়ারে ভাসেন তৃণমূল নেত্রী৷ রাস্তার দু’ধারে মানুষ তৃণমূল নেত্রীকে উষ্ণ অভ্যর্থনায় ভরিয়ে দেন৷ রোড শো-এ সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো৷ মমতাকে দেখতে রাস্তায় ঢল নামে৷ রোড শোর মধ্যে অনেককেই এসে নেত্রীকে প্রণাম করতে চান৷ এক খুদেকে একেবারে কোলে তুলে নেন মমতা৷ মানুষের আবেগ নিয়ন্ত্রণ করতে রীতিমতো বেগ পেতে হচ্ছিল নিরাপত্তারক্ষীদের বলে জানা গেছে৷