• facebook
  • twitter
Monday, 16 September, 2024

ভোটে পরাজয়টা অপরাধ হলে, আমায় জেলে পুরে দিন: হিরণ

নিজস্ব প্রতিনিধি– লোকসভা নির্বাচনে হেরেছেন ঘাটালের বিজেপি প্রার্থী। ১ লাখ ৮২ হাজার ভোটে হিরণকে পরাস্ত করেছেন তৃণমূল প্রার্থী দেব। কিন্তু ভোটে হারার পরও ময়দান ছাড়লেন না বিজেপির পরাজিত প্রার্থী হিরণ। ভোট গণনার দিনই তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত দলীয় কর্মীদের দেখতে হাসপাতালে গেলেন তিনি। সঙ্গে ছিলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটও। জখম দলীয় কর্মীদের সঙ্গে দেখা করে,

নিজস্ব প্রতিনিধি– লোকসভা নির্বাচনে হেরেছেন ঘাটালের বিজেপি প্রার্থী। ১ লাখ ৮২ হাজার ভোটে হিরণকে পরাস্ত করেছেন তৃণমূল প্রার্থী দেব। কিন্তু ভোটে হারার পরও ময়দান ছাড়লেন না বিজেপির পরাজিত প্রার্থী হিরণ। ভোট গণনার দিনই তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত দলীয় কর্মীদের দেখতে হাসপাতালে গেলেন তিনি। সঙ্গে ছিলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটও। জখম দলীয় কর্মীদের সঙ্গে দেখা করে, তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবরও নেন হিরণ। তাঁদের সঙ্গে কথা বলে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন ঘাটালের পরাজিত বিজেপি প্রার্থী। আহত দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করে হিরণ তাঁদের পাশে থাকার বার্তা দেন। দলীয় কর্মীদের উদ্দেশে বলেন, ‘কিছু হবে না, নিশ্চিন্তে থাকুন। কেন্দ্রীয় বাহিনী রয়েছে। ভোটে হার-জিত হতেই পারে। কিন্তু আমরা সবাই আছি আপনাদের পাশে। আপনারাও দলের কর্মী, আমিও কর্মী। আমি সবসময় দলীয় কর্মীদের সঙ্গে রয়েছি।’

জানা গিয়েছে, মনসুকা-২ অঞ্চলের অন্তর্গত গঙ্গাপ্রসাদ গ্রামে তৃণমূল-বিজেপি-র সংঘর্ষে দু’পক্ষেরই কর্মী-সমর্থকরা আহত হয়েছেন। তৃণমূল শিবিরের চার জন ও বিজেপি শিবিরের পাঁচ জন আহত হয়েছেন বলে খবর। গতকালের সেই ঘটনায় আহতদের ভর্তি করা হয়েছে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে। ভোট গণনার পরের দিন বিকেলে হাসপাতালে গিয়ে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করেন হিরণ। সেখান থেকে বেরিয়ে হিরণ বলেন, ‘হেরে যাওয়া যদি আমার অপরাধ হয়, তাহলে আমাকে জেলে পুরে দিন। কিন্তু আমাদের অসহায় কর্মীদের উপর অত্যাচার করবেন না।’

উল্লেখ্য, রাজ্যে ভোট পরবর্তী অশান্তি ও গোলমাল ঠেকাতে নির্বাচন পর্ব মিটে যাওয়ার পরও বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আগামী ১৯ জুন পর্যন্ত রাজ্যে ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা হয়েছে।