• facebook
  • twitter
Friday, 22 November, 2024

বিজেপি ক্ষমতায় এলে উত্তরপ্রদেশ-ট্রিটমেন্ট হবে, এনকাউন্টার হবে: সুকান্ত

নিজস্ব প্রতিনিধি– বিজেপি ক্ষমতায় এলে উত্তরপ্রদেশ ট্রিটমেন্ট হবে৷ এনকাউন্টার হবে’, হুঁশিয়ারি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের৷ রবিবার নদিয়ার কালীগঞ্জে এক বিজেপি কর্মীকে খুন করা হয় বলে অভিযোগ৷ ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তুলছে বিজেপি৷ দেহ আটকে রেখে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান পরিবার৷ ভোটের আগে সিপিএম ছেডে় বিজেপিতে যোগ দেওয়ায় খুন, দাবি করছে পরিবারের৷ পারিবারিক বিবাদের জেরে

নিজস্ব প্রতিনিধি– বিজেপি ক্ষমতায় এলে উত্তরপ্রদেশ ট্রিটমেন্ট হবে৷ এনকাউন্টার হবে’, হুঁশিয়ারি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের৷ রবিবার নদিয়ার কালীগঞ্জে এক বিজেপি কর্মীকে খুন করা হয় বলে অভিযোগ৷ ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তুলছে বিজেপি৷ দেহ আটকে রেখে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান পরিবার৷ ভোটের আগে সিপিএম ছেডে় বিজেপিতে যোগ দেওয়ায় খুন, দাবি করছে পরিবারের৷ পারিবারিক বিবাদের জেরে খুন, পাল্টা দাবি শাসক দলের৷ একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জানিয়েছে পুলিশ৷ সুকান্তর কথায়, ‘ভোট-পরবর্তী হিংসা নদিয়া, বসিরহাটে শুরু হয়ে গিয়েছে৷ দক্ষিণ কলকাতা মানে কলকাতার প্রাণকেন্দ্র, সেখানেও আমাদের কর্মীদের মাথা ফাটানো, ধমকানি-চমকানি শুরু হয়ে গিয়েছে৷ তৃণমূল কংগ্রেস আসলে বুঝতে পেরে গিয়েছে, তাদের সময় আসন্ন৷ ‘ এর পরই রাজ্য বিজেপি সভাপতির সংযোজন, ‘গুন্ডা-বদমায়েশদের বলে দিতে চাই, বিজেপি ক্ষমতায় আসছে৷ আর বিজেপি ক্ষমতায় আসার পর যদি বিজেপিরও কোনও ঝান্ডাধারীর হাত ধরে দলে আসেন, বাঁচবেন না৷ উত্তরপ্রদেশ-ট্রিটমেন্ট হবে, পুরো এনকাউন্টার হবে৷ ‘ উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকার অপরাধ মোকাবিলায় যে কৌশল নিয়েছে, তা নেয় তার নানা মহলে আলোচিত এবং সমালোচিত৷ যদিও রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করেন, বজ্রমুষ্ঠিতে অপরাধ-দমনের চেষ্টা যোগী-সরকারের অন্যতম ইউএসপি৷ অন্য পক্ষের আবার প্রশ্ন, বিনা বিচারে ‘এনকাউন্টার’ মানবাধিকার লঙ্ঘন নয়? প্রশ্ন উঠছেই৷ এসবের প্রেক্ষিতে সুকান্তর এহেন মন্তব্য নতুন বিতর্ক তৈরি করতে পারে৷ রাজনৈতিক বিশ্লেষকরা আবার একই সঙ্গে মনে করিয়ে দিচ্ছেন, এই রাজ্যে ভোট মানে রক্তপাত যেন দস্তুর৷ শেষ পঞ্চায়েত ভোটেও এই ধারা বদলায়নি৷ চলতি লোকসভা ভোট শেষ হতে না হতেই ফের একাধিক অভিযোগ উঠতে শুরু করেছে৷ কালীগঞ্জের ঘটনার পাশাপাশি, যাদবপুর, ট্যাংরাতেও ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ শোনা গিয়েছে৷ ট্যাংরায় তাপস রায়ের পোলিং এজেন্টের মাথা ফেটেছে বলে খবর৷ যাদবপুরের খেয়াদহে আবার ভোট মিটতেই বিজেপির বুথ সভাপতির উপর হামলা চলে বলে অভিযোগ৷ তাতেও মাথা ফাটে বিজেপির বুথ সভাপতির, হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷