যে রাজ্যে পা রাখব সেটাই দখল করব : অভিষেক

অভিষেক বন্দ্যোপাধ্যায় (Photo: Twitter @abhishekaitc)

শনিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে ফের একবার শাহকে চ্যালেঞ্জ ছুঁড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, যে রাজ্যে পা রাখব সেটাই দখল করব। ধমকে চমকে তৃণমূলকে আটকে রাখা যাবে না। মিনিট সাতেকের বক্তব্যের সিংহভাগ জুড়েই ছিল ত্রিপুরার কথা।

বঙ্গজয়ের পর থেকে উত্তর পূর্বের বাঙালি অধ্যুষিত রাজ্য ত্রিপুরা দখলের উদ্দেশে ঝাঁপিয়েছে তৃণমূল। পদে পদে সেখানে বাধা পাচ্ছে ঘাসফুল শিবির। এদিন সেই বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ারই বার্তা দিলেন অভিষেক।

ভারচুয়াল অনুষ্ঠানের মঞ্চ থেকে অভিষেক চ্যালেঞ্জ ছেড়েন, যেখানে যেখানে বিজেপি রয়েছে সেখানে মানুষ পদদলিত। সেই রাজ্য বিজেপির কাছ থেকে ছিনিয়ে আনব। শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব।


সেই লক্ষ্যে অবিচল আমরা। তাঁর কথায়, ইডি-সিবিআই দিয়ে তৃণমূলকে ধমকে চমকে লাভ নেই। তাঁর কথায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানাে পথেই এগিয়ে যাবে তৃণমূল।

অভিষেক বলেন, ত্রিপুরায় সংগঠন বাড়াচ্ছে তৃণমূল। সেখানে পা রাখতেই ভয় পাচ্ছে বিজেপি। ওদের পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে।