নিজস্ব প্রতিনিধি— সোমবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে উঠে ভাঙ্গড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামের দাখিল মামলা৷ রাজ্য পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আরাবুল৷ এবার সেই মামলাতেই আবেদনকারী আইনজীবীর সওয়াল-জবাবে প্রশ্ন উঠলো ভাঙড় পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে৷ হাইকোর্টে আরাবুলের আইনজীবীর অভিযোগ, -‘ শওকতের প্ররোচনাতেই আরাবুলের বিরুদ্ধে একের পর এক মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে’৷ এদিন কলকাতা হাইকোর্ট রাজ্যের কাছে দাখিল হওয়া মামলা গুলি সম্পর্কে নথি চেয়ে পাঠিয়েছে৷ এখনও পর্যন্ত আরাবুল ইসলামের বিরুদ্ধে কতগুলি মামলা রয়েছে এবং কত চার্জশিট জমা দেওয়া হয়েছে? এই সংক্রন্ত তথ্য রাজ্যের কাছে তলব করেছে হাইকোর্ট৷ এই মামলার পরবর্তী মামলার শুনানি আগামী ১৬ এপ্রিল৷ উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি তোলাবাজি ও খুনের অভিযোগে গ্রেফতার হন আরাবুল ইসলাম৷ ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দিতে গিয়ে খুন হয়েছিলেন মইনুদ্দিন মোল্লা নামে এক আইএসএফ কর্মী৷ সেই ঘটনায় নাম জড়ায় আরাবুলের৷ ২০২৩ সালের মামলায় হঠাৎ করেই চলতি বছর ৮ ফেব্রুয়ারি আরাবুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ৷ অতর্কিতে হানা দিয়ে বাডি় থেকে তাঁকে তুলে নিয়ে আসে পুলিশ৷ গ্রেফতারির আগে আরাবুলের বিরুদ্ধে আবার ভাঙডে় লক্ষ-লক্ষ টাকার তোলাবাজির ধারাও যুক্ত করে পুলিশ৷ নিত্য নতুন মামলায় পুলিশ আরাবুলকে ফাঁসানোর চেষ্টা করছে৷ সেই নিয়েই পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার মামলা রুজু করেন আরাবুলের আইনজীবী৷ এবারে লোকসভা ভোটের ঠিক আগে গ্রেফতার হলেন আরাবুল৷ ভাঙডে়র তৃণমূল নেতা আরাবুল ইসলামের বিরুদ্ধে কতগুলি মামলা রয়েছে, রাজ্যের কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট৷ সোমবার বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশ, আরাবুলের বিরুদ্ধে কতগুলি মামলা দায়ের হয়েছে এবং কতগুলিতে চার্জশিট পেশ হয়েছে, তা আট দিনের মধ্যে রিপোর্ট দিয়ে জানাতে হবে রাজ্যকে৷ আগামী ১৬ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে৷