• facebook
  • twitter
Thursday, 21 November, 2024

‘আর কতদিন জেলে থাকবেন কুন্তল?’

সিবিআইয়ের কাছে বিস্তারিত তথ্য চাইলো ডিভিশন বেঞ্চ মোল্লা জসিমউদ্দিন বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে উঠে জেল হেফাজতে থাকা কুন্তল ঘোষের জামিন বিষয়ক মামলা৷ এদিন সওয়াল-জবাব পর্বে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে নিয়ে উঠলো প্রশ্নচিহ্ন৷ কতদিন জেলবন্দি থাকবেন কুন্তল ঘোষ? তদন্তের গতিপ্রকৃতি কী? কলকাতা হাইকোর্টের এইসব প্রশ্নের সামনে সিবিআই৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার

সিবিআইয়ের কাছে বিস্তারিত তথ্য চাইলো ডিভিশন বেঞ্চ

মোল্লা জসিমউদ্দিন

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে উঠে জেল হেফাজতে থাকা কুন্তল ঘোষের জামিন বিষয়ক মামলা৷ এদিন সওয়াল-জবাব পর্বে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে নিয়ে উঠলো প্রশ্নচিহ্ন৷ কতদিন জেলবন্দি থাকবেন কুন্তল ঘোষ? তদন্তের গতিপ্রকৃতি কী? কলকাতা হাইকোর্টের এইসব প্রশ্নের সামনে সিবিআই৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে নিয়োগ দুর্নীতিতে মিডলম্যান কুন্তল ঘোষকে৷ এক বছরেরও বেশি দিন জেলে কেটে গিয়েছে কুন্তল ঘোষের৷ নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত কুন্তলকে আর কতদিন জেলে থাকতে হবে? জামিন মামলায় এমনই প্রশ্ন করলেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি জয়মাল্য বাগচি৷ জামিনের আর্জি জানিয়ে মামলা করেছেন কুন্তল ঘোষ৷ প্রাথমিক নিয়োগের দুর্নীতির সঙ্গে তাঁর যোগ থাকার অভিযোগ রয়েছে৷ টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ শুধু নয়, ফেক ওয়েবসাইট বানিয়ে বিভ্রান্ত করার অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে৷ বৃহস্পতিবার এই মামলার শুনানি চলে৷ কুন্তল সম্পর্কে আরও তথ্য তলব করেছে ডিভিশন বেঞ্চ৷ আগামী মঙ্গলবার এই মামলার শুনানি রয়েছে৷ এক বছর তিন মাস ধরে জেলে রয়েছেন কুন্তল ঘোষ৷ প্রায় দুবছর চলছে তদন্ত৷ আদালতে জানানো হয়েছে, চার কোটি টাকা তোলার অভিযোগ উঠে এসেছে তদন্তে৷ আরও দাবি, কুন্তল নিজেই ওয়েবসাইট তৈরি করে ভুয়ো ইন্টারভিউ নেওয়ার ব্যবস্থা করেছিলেন৷ অফিসে বসে নেওয়া হয় সেই ইন্টারভিউ৷ সিবিআই-এর দাবি, ‘কসবা ক্যাম্পাসে নেওয়া হয়েছিল ইন্টারভিউ৷ তবে কারা নিয়েছিল সেটা স্পষ্ট নয়৷’ এইসব অভিযোগ শুনে, বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, ‘যা অপরাধ, তাতে বড় জোর ১০ বছর কারাদণ্ড হবে৷ এক বছর পার হয়ে গিয়েছে৷ এদের আর কতদিন জেল খাটতে হবে?’

সিবিআই-এর আইনজীবী বলেন, ‘জেল থেকে বেরিয়ে গেলে প্রমাণ নষ্ট হতে পারে৷ কুন্তল এই দুর্নীতিতে সেতু হিসেবে কাজ করেছে৷’ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এদিন জানতে চেয়েছে এই মামলার স্টেটাস কী? পাঁচ কোটি টাকা নেওয়ার যে অভিযোগ উঠেছে, তার বিস্তারিত বর্ণনা চেয়েছে হাইকোর্ট৷ এদিন সওয়াল-জবাব পর্বে বিচারপতি প্রশ্ন করেন, কতজনকে সিবিআই শনাক্ত করেছে, কত জনের নিয়োগ সম্পূর্ণ বেআইনি৷

আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে৷ এক বছরের বেশি হয়ে গিয়েছে কুন্তল ঘোষ গ্রেফতার৷ কবে তিনি জামিন পাবেন? সেই প্রশ্ন উঠেছে হাইকোর্টে৷ কুন্তল ঘোষ একাধিকবার জামিনের আবেদন জানিয়েছিলেন কলকাতা হাইকোর্টে৷ বারবার সিবিআই জামিনের বিরোধিতা করেছে৷ তদন্তের স্বার্থে তাকে জেলে রাখা উচিত৷ এই দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা করে এসেছে বারবার৷ বৃহস্পতিবার আদালতে মামলার শুনানি চলে৷ কুন্তল, নীলাদ্রি ও তাপস এজেন্ট ছিল নিয়োগ দুর্নীতিতে৷ এই কথা জানানো হয়েছে আদালতে৷ এই ভিত্তিতে বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, ‘যা অপরাধ তাতে বড় জোর ১০ বছর কারাদণ্ড হবে৷ এক বছর পার হয়ে গিয়েছে৷ এদের আর কত দিন জেল খাটতে হবে?’ এর প্রতু্যত্তরে জামিন পেয়ে জেল থেকে বেরিয়ে গেলে প্রমাণ নষ্ট হতে পারে৷ কুন্তল এই দুর্নীতিতে সেতু হিসেবে কাজ করেছে৷ এমনই দাবি করলেন সিবিআইয়ের আইনজীবী৷ কিন্ত্ত এই বক্তব্যে খুব একটা সন্ত্তষ্ট হননি বিচারপতি জয়মাল্য বাগচী৷ আদালত জানতে চায় স্টেটাস কি? পাঁচ কোটি টাকা রেকর্ডে আছে৷ কত জনকে সিবিআই শনাক্ত করেছে? যাদের কাছ থেকে টাকা নিয়েছে কুন্তল? কত জনের সম্পূর্ণ বেআইনি নিয়োগ হয়েছে? এই সব প্রশ্নের উত্তর জানতে চায় আদালত৷ কুন্তল সম্পর্কে আরও তথ্য তলব করল কলকাতা হাইকোর্ট৷ আগামী মঙ্গলবার ফের এই মামলার শুনানি রয়েছে ডিভিশন বেঞ্চে৷