‘পবিত্র মহরম অন্যায়ের সঙ্গে আপোস না করার শিক্ষা দেয়’, বিশেষ বার্তা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার মহরমের দিন সকালে এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি লেখেন, ‘পবিত্র মহরম অন্যায়ের সঙ্গে আপোস না করার শিক্ষা দেয়৷ আসুন, আমরা সকলে মিলে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাই৷’

উল্লেখ্য, উৎসব পালনে যাতে কারও কোনও সমস্যা না হয় সেদিকে নজর রেখেছিল রাজ্য৷ মঙ্গলবার এবিষয়ে সাংবাদিক বৈঠক করে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বলেন, ‘আমাদের যে স্লোগান, ধর্ম যার যার, উৎসব সবার এটা মাথায় রেখে সবাই উৎসব পালন করুন৷ কিন্ত্ত অন্যের সমস্যা বা অসুবিধার কারণ যেন না হয় তা খেয়াল রাখতে হবে৷’ এরপর বুধবার অর্থাৎ মহরমের দিন সকালে শান্তি ও সমৃদ্ধির বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

বুধবার সকাল থেকেই কলকাতার রাস্তায় মোতায়েন ছিল পুলিশ বাহিনী৷ ক্যানিং স্ট্রিট, লালবাজার, বিবি গাঙ্গুলি স্ট্রিট-শিয়ালদহ, শামসুর হুদা ও রাজাবাজার-শিয়ালদহ, বেলেঘাটার কিছু অংশ, কলুটোলা থেকে শুরু করে রবীন্দ্র সরণী, ডোরিনা ক্রসিং, খিদিরপুর, ওয়াটগঞ্জ, সাহেপুর, মেটিয়াব্রুজ , পার্ক সার্কাস, গার্ডেনরিচ, খিদিরপুর, একবালপুর, মোমিনপুর, প্রিন্স আনোয়ার শাহ রোড সহ বেশ কয়েকটি এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছিল৷ এদিন বিশৃঙ্খলা এড়াতে ট্রাফিক ব্যবস্থাও ঢেলে সাজানো হয়েছিল৷ কয়েকটি রাস্তা করা হয়েছিল ‘ওয়ান ওয়ে’৷ এদিন নিরাপত্তা ব্যবস্থাও বাড়ানো হয়েছিল কলকাতার একাধিক রাস্তায়৷ প্রতিটি রুটে রাখা হয়েছিল পুলিশ পিকেট৷


প্রসঙ্গত, মহরমের মাস আসলে শোকপালনের মাস৷ এই মাসে শিয়া সম্প্রদায়ের মানুষ হাসান ও হুসেনের নাম করে শোকপালন করেন৷ মাসের দশম দিন অর্থাৎ আশুরায় তাঁরা ধারালো অস্ত্র দিয়ে নিজেদের আঘাত করেন৷