গণনা শেষ হওয়ার আগেই কাউন্টিং হল ছাড়লেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরন্ময়

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ৪ জুন— মঙ্গলবার ঘাটাল লোকসভা কেন্দ্রের ভোট গণনা শুরু হয় নির্ধারিত সময়ে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের কাউন্টিং হলে৷ কড়া নিরাপত্তার মধ্যে মঙ্গলবার ভোট গণনা শুরু হয়৷ প্রথমে পোস্টাল ব্যালটের গণনা করা হয়৷ এরপর ই ভিএম মেশিন এনে ভোট গণনার কাজ শুরু করা হয়৷ পোস্টাল ব্যালট গণনার সময় ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিনেতা হিরন্ময় চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেতা দীপক অধিকারী ওরফে দেবের চেয়ে সামান্য কিছু ভোটে এগিয়েছিলেন৷ ইভিএম খোলার পর পিছিয়ে পড়তে শুরু করে বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায়৷ হার নিশ্চিত বুঝে মঙ্গলবার দুপুর দুটো নাগাদ তিনি কাউন্টিং হল থেকে বেরিয়ে যান৷ সেই সঙ্গে তার অধিকাংশ কাউন্টিং এ যান কাউন্টিং হল থেকে চলে যায়৷ তবে ভোট গণনা কে কেন্দ্র করে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি, ভোট গণনা কেন্দ্র থেকে বেরিয়ে হিরন্ময় চট্টোপাধ্যায় বলেন কেশপুরে ২০০ বুথে ভোট লুট করা হয়েছে৷ গণতন্ত্রকে হত্যা করা হয়েছে৷ গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আমার আন্দোলন অব্যাহত থাকবে৷

লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সংবাদ শিরোনামে উঠে আসে, কখনো থানায় গিয়ে পুলিশকে হুমকি, কখনো কেশপুরে গিয়ে তৃণমূল কংগ্রেসকে দেখে নেওয়ার হুমকি? কখনো বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে নিয়ে কেশপুরে তৃণমূল কংগ্রেস নেতাদের হুমকি দেয় দেখে নেওয়ার৷ সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন৷ তবে হিরনের হুমকি কাজে আসলো না৷ ঘাটাল লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভার মধ্যে ছয়টি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেতা দীপক অধিকারী লিড পায়৷ কেবলমাত্র পূর্ব মেদিনীপুর জেলার পশ্চিম পাশকুড়া কেন্দ্রে বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায় দুই হাজারের বেশি ভোট লিড পায়৷ ঘাটাল বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিজেপির শীতল কপাট৷ কিন্ত্ত ঘাটাল বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী লিড পায়নি, সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী ১৮০০ ভোট লিড পেয়েছেন৷ তাই আর নিশ্চিত ভেবে ভোট গণনা শেষ হওয়ার অনেক আগেই তিনি কাউন্টিং হল ছেডে় চলে যান৷